নিজস্ব প্রতিবেদক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানাতে এবং মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে ও জানাতে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন চুয়াডাঙ্গা-১ আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী এবং বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার পীরপুর আমেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে বই ও ক্রীড়া সামগ্রী দিলীপ কুমার আগরওয়ালার পক্ষে বিতরণ করা হয়েছে।
আলমগীর কবির শিপলুর পরিচালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, সিনিয়র শিক্ষক শামীম রেজা, শিক্ষক জাহাঙ্গীর হোসেন, রাকিবুল ইসলাম, নাজনীন, নুরনাহার খাতুন, শরীফুল ইসলাম, হাসানুজ্জামান ও মারাফাতুর রহমান নুরের হাতে দিলীপ কুমার আগরওয়ালার পাঠানো এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ায়েচ কুরুনি টিটু, আলুকদিয়া ইউনিয়ন নেতা পলাশসহ অতিথিরা। এসময় অতিথিরা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার মান উন্নয়নে নানা প্রকল্প হাতে নিয়েছেন। তাই জাতির পিতা সম্পর্কে জানতে ও জানাতে দিলীপ কুমার আগরওয়ালা চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা সহ এ জেলার প্রতিটি স্কুলে ক্রীড়া সামগ্রী ও অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করছেন। এরমধ্যে ২০০টি স্কুলে আমরা দিলীপ কুমার আগরওয়ালার পক্ষে এ ক্রীড়া সামগ্রী ও বই বিতরণ করেছি। এছাড়া দিলীপ কুমার নিজে প্রায় স্কুলে উপস্থিত হয়ে এই বই ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন।’
উল্লেখ্য, ক্রীড়া সামগ্রী হিসেবে ক্রিকেট সেট, ভলিবল সেট, ব্যাডমিন্টন, দাবা সেট, ফুটবল, হ্যান্ডবল, টি বল ও ভলিবল বিতরণ করা হয়। এসকল বিতরণ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিরা উপস্থিত ছিলেন।