নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের রামনগর ইয়াং স্টার ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে রামনগর স্কুল মাঠে এ ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জুড়ানপুর ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু। এসময় তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা মানসিক ও শারীরিক চর্চার একটি বড় মাধ্যম। যা সমাজের খারাপ কাজ থেকে বিরত থাকতেও সহায়তা করে। খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরতি থাকা সম্ভব। আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই আসুন সকলে মাদক কে না বলুন, খেলাধূলায় মনোনিবেশ করুন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নূর হাকিম, সাবেক চেয়ারম্যান ইদ্রীস আলী, ইউপি সদস্য আল-আমীন হোসেন, আওয়ামীলীগ নেতা ইনামুল হক ইলিয়াস, আয়োজক কমিটির সেক্রেটারী ও আওয়ামীলীগ নেতা ইনামুল কবীর, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন, রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, যুবলীগ নেতা এম এ ফয়সাল, আসাদুল হক। টুর্নামেন্টে মোট ১৬টি দলের সমন্বয়ে খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় বাগুয়ান স্পোর্টিং ক্লাব বনাম রায়পুর জাগরণী ক্লাব অংশ নেন। খেলায় বাগুয়ান স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে জয়লাভ করেছেন রায়পুর জাগরণী ক্লাব। খেলা পরিচালনা করেন, লিটন, বিপ্লব ও পারভেজ। ধারাভাষ্যে ছিলেন, বাঁধন ও সাদায়েত।