নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় জাতীয় শ্রমিকলীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপন উপলক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্দ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালন হয়েছে। সকাল ১০টায় জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা শ্রমিকলীগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এসময় তিনি বলেন, ‘জাতীয় শ্রমিক লীগ বঙ্গবন্ধুর সময় থেকেই শ্রমজীবী মেহনতী মানুষের কল্যাণে পাশে ছিল, আছে এবং সব সময় থাকবে। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ২০৪১ সালের মধ্যে একটি অসাম্প্রদায়িক, জনকল্যাণমুখী ও ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে জাতীয় শ্রমিক লীগ বিগত দিনের ন্যায় কাজ করে যাবে।’
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত-সমৃদ্ধ দেশ বিনির্মাণে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ঐক্যবদ্ধ জাতীয় শ্রমিক লীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান ও মাসুদউজ্জামান লিটু বিশ্বাস, সাবেক উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক রিপন মন্ডল, সহ সভাপতি ইসলাম উদ্দিন, আ: মজিদ, আব্দুস সালাম, জাহাঙ্গীর আলম, আ: ছালাম (বিএডিসি), মনিরুজ্জামান মনি, যুগ্ম-সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম নান্টু, নজরুল ইসলাম কেতু, কাছেদ আলী, সহ-সাধারণ সম্পাদক শেখ আরিফ হাসান, ছাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ. গফুর, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, জুলিয়াছ আহমেদ মিল্টু জোয়ার্দ্দার, দপ্তর সম্পাদক সোহেল জোয়ার্দ্দার, অর্থ বিষয়ক সম্পাদক শ্রী সত্তেনন্দ্র নাথ সাহা সত্য, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ছানোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক পারভীন, সহ সম্পাদক সাজেদা খাতুন, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল আক্তার, সহ সভাপতি টোকন মিস্ত্রি, সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর হোসেন, পৌর শ্রমিক লীগের সভাপতি শেখ ইয়ানবী, সদস্য শওকত আলী, চুয়াডাঙ্গা বিএডিসি শ্রমিক নেতা আব্দুল মোমিন, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের নেতাকর্মিবৃন্দ, চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাকলরী কাভার্ডভ্যান ইউনিয়ন শ্রমিক লীগের নেতাকর্মিবৃন্দ, ওজোপাডিকো শ্রমিক লীগের নেতাকর্মিবৃন্দ, জেলা বাসট্রাক ও মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক লীগের নেতাকর্মিবৃন্দ, অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ শ্রমিক লীগের নেতাকর্মিবৃন্দ, বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মিবৃন্দ, জেলা মৎসজীবী শ্রমিক লীগের নেতাকর্মিবৃন্দ, বাংলাদেশ হোটেল ও মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের নেতাকর্মিবৃন্দ, পাখিভ্যান শ্রমিকবৃন্দ, বাংলাদেশ এক্সট্রা মুহরার এ্যাসোসিয়েশনের নেতাকর্মিবৃন্দ, অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির নেতাকর্মিবৃন্দ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিদের উপস্থিতিতে দিনের সকল কর্মসূচি সফল ভাবে পালিত হয়। সার্বিক সহযোগিতায় জেলা যুবলীগ নেতা শেখ সেলিম ও সুমন।