স্পোর্টস ডেস্ক:
অবশেষে দীর্ঘদিনের রেষারেষির অবসান। বিরাট কোহলি ও নাভিন উল হককে মিলিয়ে দিলো ক্রিকেট বিশ্বকাপ। ভারত ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচ শেষে হাসিমুখে হাতে হাত মেলালেন এই দুই ক্রিকেটার। আর এর মধ্য দিয়েই তাদের মাঝে চলমান দীর্ঘ সময়ের এক দ্বন্দ্বের নিষ্পত্তি হলো।
মূল ঘটনাটি জানতে হলে ফিরে যেতে হবে চলতি বছরের শুরুর দিকে অনুষ্ঠিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) লিগের সময়টায়। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মধ্যকার এক ম্যাচে বাগ-বিতণ্ডায় জড়িয়েছিলেন বিরাট কোহলি ও নাভিন উল হক। বিষয়টি নিয়ে কোহলির সঙ্গে ঝামেলা বেধেছিল লক্ষ্ণৌর পরামর্শক গৌতম গম্ভীরেরও। এ নিয়ে বেশ কয়েকদিন উত্তপ্ত ছিল ভারতের ক্রিকেট অঙ্গন।
বিষয়টি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে, অন্য কোনো ম্যাচে মাঠে নামলেও নাভিনকে দুয়ো দিতেন কোহলি ভক্তরা। আফগান এই পেসার বোলিংয়ে এলেই গ্যালারি থেকে ভেসে আসত ‘কোহলি… কোহলি’ চিৎকার। এদিকে, কোহলির ওপর ক্ষোভ পুষে রেখেছিলেন নাভিনও। গুজরাট টাইটান্সের কাছে ব্যাঙ্গালুরু একটি ম্যাচ হেরে যাওয়ায় ইনস্টাগ্রামে একটি ‘মিম’ ভিডিও পোস্ট করেন নাভিন।
সেই ভিডিওতে দেখা যায়, স্টুডিওতে বসে এক উপস্থাপক কিছু একটা বলে হাত তালি দিতে অট্টহাসিতে ফেটে পড়েন। যা মূলত উপহাসেরই হাসি। এ ঘটনায় নাভিনের ওপর আরও ফুঁসে ওঠেন কোহলি ভক্তরা। আইপিএল থেকে তাকে দাবি জানানো হতে থাকে। তবে সময় গড়াতে থাকলে এ পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়।
সেই ঘটনায় কয়েক মাস পর গতকাল (মঙ্গলবার) দিল্লিতে বিশ্বকাপের নবম ম্যাচে একে অন্যের প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নেমেছিলেন কোহলি ও নাভিন। আফগানিস্তানের ইনিংসের শেষ দিকে নাভিন যখন ব্যাটিংয়ে নামলেন ক্যামেরার লেন্স বারবার খুঁজে নিচ্ছিল কোহলিকে। আবার ভারতের ইনিংসে কোহলি ব্যাটিং করার বেলাতেও একই চিত্র দেখা গেছে।
তবে এদিন আর রেষারেষিতে জড়াননি এই দুই তারকা। ম্যাচের মধ্যেই একপর্যায়ে কোহলির কাছে আসেন নাভিন। তাকে সায় দিয়ে হাসিমুখে হাত মেলান কোহলি। দুজনের মুখের হাসির বলে দিচ্ছিল রেষারেষির বিষয়টিকে আর খুব বেশি টেনে নিয়ে যেতে চান না তারা।
মজার ব্যাপার হলো কোহলি ও নাভিন হাত মেলানোর সময় ধারাভাষ্যে ছিলেন গম্ভীর। আইপিএলে যে ঘটনা নিয়ে গম্ভীরের সঙ্গেও ঝামেলা বেঁধেছিল কোহলির। তবে মনের মধ্যে পুষে রাখা ক্ষোভ ও রেষারেষির ইতি টানলেও গম্ভীরও। এদিন মাইক্রোফোন হাতে কোহলির প্রশংসায় মাতলেন তিনি। বললেন, একজন তরুণ ক্রিকেটার, প্রথমবার আইপিএল খেলছিল। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যারা বিদ্রুপ করেছেন এটা কাম্য নয়। একজন তরুণ ক্রিকেটারকে কীভাবে কমফর্ট করতে হয়, বিরাট তা করে দেখালেন।