জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পৌরসভার লক্ষীপুর মিলপাড়ার আলী আরজমের (৩৭) বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। চোর সদস্যরা নগদ ১ লাখ ৩০ হাজার টাকা ও ১২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। এ ঘটনায় জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। খবর পেয়ে সকাল ১০ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে জীবননগর থানা পুলিশের একটি টিম। আলী আরজম বলেন, আমরা মঙ্গলবার রাত ১১টার দিকে খাওয়া-দাওয়া শেষে করে যার যার ঘরে ঘুমিয়ে পড়ি। পরের দিন (বুধবার) ভোর ৩টার দিকে ঘুম থেকে উঠে দেখি যে, আমার শোবার ঘরের পাশের কক্ষের দরজা খোলা। ভিতের গিয়ে দেখি ঘরের ছাপ বাক্সের ঢাকনা খোলা এবং ভিতরে রাখা কাঁথা-কাপড় ছড়ানো-ছিটানো। পরে দেখি বাক্সের ভিতরে রাখা নগদ ১ লাখ ৩০ হাজার টাকা ও ১২ভরির বিভিন্ন স্বর্ণালংকার সাথে ইসলামী ব্যাংকের একটি এটিএম কার্ডটি নেই।
তিনি আরও বলেন, আমার ধারণা বাড়ীর সকল সদস্যরা যখন ঘুমে আচ্ছন্ন ঠিক সেই সময় সুযোগ বুঝে অজ্ঞাত চোর চক্রের সদস্যরা সদর দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ছাপ বাক্সের তালা ভেঙ্গে ভিতরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। ঘটনার ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে জীবননগর পৌরসভার সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর জামাল হোসেন খোকন বলেন, ঘটনাটি আমি শুনেছি। এমন চুরির ঘটনা আমাদের এলাকায় ইতিপুর্বে ঘটেছে বলে আমার জানা নেই। চুরির ঘটনা দুর্ধর্ষ। এ ঘটনায় এলাকাবাসীকে ভাবিয়ে তুলেছে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান বলেন, ঘটনাটি শোনা মাত্রই ঘটনাস্থলে অফিসার পাঠিয়ে প্রাথমিক তদন্ত করা হয়েছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। চুরির ঘটনায় কারা জড়িত তা অনুসন্ধান শুরু হয়েছে। আশা করছি খুব শিগগিরই রহস্য উদঘাটন করা যাবে।