নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং চুয়াডাঙ্গা-১ আসনের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী দিলীপ কুমার আগরওয়ালার পক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের গ্রামে গ্রামে গণসংযোগ ও বর্তমান সরকারের উন্নয়নের চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের নেতাকর্মীরা। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকের প্রার্থী হিসাবে দিলীপ কুমার আগরওয়ালাকেই চাই স্লোগানে তৃণমূল নেতাকর্মীদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এ গণসংযোগ করেন তারা। দিলীপ কুমার আগরওয়ালার পক্ষে গতকাল বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত এ গণসংযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের বিভিন্ন উন্নয়নের তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড ও সফলতা তুলে ধরে আগামী নির্বাচনে দেশের স্বার্থে আবারও জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয় নিশ্চিত করতে আমরা চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা অঞ্চলে দিলীপ কুমার আগরওয়ালার নেতৃত্বে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। কারণ বিএনপি-জামায়াতের হাতে দেশ ও দেশের মানুষ কখনো নিরাপদ ছিলোনা। তারা আবারো লুটপাট ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছে। কেননা, দেশের মানুষ তাদের প্রত্যাখান করেছে। তাই নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে আবারো নৌকার বিজয় নিশ্চিত করাসহ দিলীপ কুমার আগরওয়ালাকে নৌকার মাঝি করতে হবে।’
আইলহাস ইউনিয়নের আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম চৌধুরীর ও কমল কুমার বিশ্বাসের নেতৃত্বে এ গণসংযোগ ও লিফলেট বিতরণকালে অতিথি উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ,চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ভাংবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাওসার আহমেদ বাবলু, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান জিল্লু, জেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু তাহের বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ায়েচ কুরুনি টিটু, সাবেক ছাত্রলীগ নেতা পবিত্র কুমার আগরওয়ালা, আলমগীর কবির শিপলু, বেলগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম, খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক এএইচ এম মোয়াজ্জেম, সাবেক সার্জেন্ট রুহুল আমিন, জামজামি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা রিপনশাহ, ডাউকি ইউনিয়নের আনিস ডাক্তার, সাঈদ মেম্বরসহ বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যগণ। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীসহ ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।