দর্শনা অফিস:
দর্শনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদসহ ১০ নেতার মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০ টার দিকে দর্শনা প্রেসক্লাবে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ বলেন, রাজনৈতিক ও সাংবাদিক একে অপরের পরিপূরক রাজনৈতিক অবক্ষয় ও অপসংবাদিকতা রুখে সুস্থ রাজনীতি ও সু-সাংবাদিকতার মাধ্যমে দেশের প্রকৃত রাজনীতি ফিরিয়ে আনতে হবে। তাহলে দেশ ও জাতির উন্নয়ন করা সম্ভব। আমরা সবাই একত্রিত হয়ে দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে চাই। দেশের উন্নয়নের স্বার্থে সবাই একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে কাজ করব এই আহ্বান জানায়।
জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়নের পরিবর্তন চেয়ে মাঠে নেমেছেন আওয়ামীলীগেরে বর্ষিয়ান শীর্ষ ১০ জন নেতা। এই ১০ জন নেতা একত্রিত হয়ে প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগ চালিয়ে যাচ্ছে চুয়াডাঙ্গা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ১০ জন প্রার্থীর প্রতিনিধি দল। এ মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মির্জা শাহরিয়ার মাহামুদ লন্টু, সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুর হাকিম।
দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম সম্পাদক হানিফ মন্ডল, সাবেক সভাপতি আওয়াল হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবীব মামুনসহ প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সদস্যরা।