দামুড়হুদা অফিস:
রাতের আধাঁরে একটি ব্যাটারী চালিত অটোরিক্সা চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার দিবাগত রাতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সদরের উজিরপুর গাংপাড়া গ্রামে ওই চুরির ঘটনাটি ঘটে। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় ভুক্তভোগী দিনমজুর অটোচালক ওহিদুল ইসলাম (৩৪) বাদী হয়ে ৪-৫ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, চোর তাঁর গাড়িটি চুরি করার কারণে দিশেহারা হয়ে পড়েছেন ভূক্তভোগী ও তাঁর পরিবার। কারণ গাড়িটি ছিলেন তাদের পরিবারের একমাত্র আয়ের পথ। এ রিপোর্ট লেখা পর্যন্ত চুরি যাওয়া অটোরিক্সার কোন হদিস মেলেনি। অটোচালক ওহিদুল ইসলাম বলেন, অনেক কষ্টে সমিতি থেকে লোন নিয়ে অটো গাড়িটি কিনেছিলাম প্রায় ১৭ মাস আগে। গাড়িটি ছিল আমাদের সংসার চালানোর একমাত্র সম্বল। সেটিই চুরি করল চোর। তিনি এ প্রতিবেদকে জানান, প্রতিদিনের ন্যায় গত ৮ অক্টোবর রাত ১০ টার দিকে রাতের খাবার শেষে নিজ বাড়ির আঙ্গিনায় তাঁর তিনচাকা বিশিষ্ট অটোরিক্সাটি চার্জে বসিয়ে ঘুমাতে যায়। পরে ৯ অক্টোবর দিবাগত রাত প্রায় আড়াই টার দিকে উঠে গাড়িটি দেখার জন্য। তখনও সব ঠিক ছিলেন। পরে ঘরে ঘুমাতে চলে যায় তিনি। পুনরায় একই ভোর ৪ টার দিকে প্রাকৃতির ডাকে সাড়া দিলে ঘরের বাইরে আসতেই দেখতে পাই তাঁর গাড়িটি যেখানে চার্জে রেখেছিলাম সেখানে নেই। এসময় তার চিৎকারে ঘর থেকে তার স্ত্রী তানিয়া সহ আশপাশের প্রতিবেশীরা ছুটে আসেন। তিনি আরও জানান, গাড়িটি চুরি যাওয়া পর থেকে স্থানীয় এলাকা সহ আশপাশের বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুজির পরও তাঁর আয়ের একমাত্র অবলম্বন টুকুর কোন সন্ধান পাননি তিনি। পরে এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।