নিজস্ব প্রতিবেদক:
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও দিলীপ কুমার আগরওয়ালার সৌজন্যে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গার ২০০টি বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার সকাল ও দুপুরে চুয়াডাঙ্গা শহরের ঝিনুক বালিকা বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী এবং আলমডাঙ্গার গোরীহদ গ্রামের ক্লাবে জার্সি-ফুটবল বিতরণ করা হয়। প্রথমে চুয়াডাঙ্গা শহরের ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। আলমগীর কবির শিপলুর পরিচালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সিনিয়র শিক্ষক আলী নাসির ও ক্রীড়া শিক্ষক শামসুন্নাহার শিলার হাতে দিলীপ কুমার আগরওয়ালার পাঠানো এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন পদ্মবিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ায়েচ কুরুনি টিটু। পরে বিকেলে আলমডাঙ্গার গোরীহদ গ্রামের ক্লাবে জার্সি-ফুটবল বিতরণ করা হয়। দিলীপ কুমার আগরওয়ালার দেওয়া জার্সি ও ফুটবল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাওসার আহমেদ বাবলু, পদ্মবিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, খাদিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডল, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ায়েচ কুরুনি টিটু, সাবেক ছাত্রলীগ নেতা পবিত্র কুমার আগরওয়ালা, গৌরিহদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াসউদ্দিন, সেক্রেটারী সফি মোল্লা, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা ইউসুফ মোল্লা, রবিউল ইসলাম, সাইদুর রহমানসহ আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ। এসব ক্রীড়া সামগ্রী ও জার্সি বিতরণকালে অতিথিরা বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করছে আওয়ামী লীগ সরকার। তারই অংশ হিসেবে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় স্কুল, কলেজ, মাদ্রাসা ও স্থানীয় ক্লাবগুলোর মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী দিলীপ কুমার আগরওয়ালা। সেই ধারাবাহিকতায় জেলার বিভিন্ন স্কুলে স্কুলে ও ক্লাবে ক্লাবে এসব সামগ্রী বিতরণ করা হচ্ছে।
বিতরণকালে অতিথি ও শিক্ষকরা বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশের লক্ষ্যে খেলাধুলার উন্নয়নে বর্তমান সরকার খুব আন্তরিক। তাই সামগ্রীর অভাবে যাতে খেলাধুলা বন্ধ না হয়, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের বিত্তবানদের নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী চুয়াডাঙ্গার কৃতী আমার পরিচিত দিলীপ কুমার আগরওয়ালা এ জেলার স্কুলে স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণের যে উদ্যোগ নিয়েছেন সত্যিই প্রশংসার দাবি রাখে।
উল্লেখ্য, ক্রীড়া সামগ্রী হিসেবে ক্রিকেট সেট, ভলিবল সেট, ব্যাডমিন্টন, দাবা সেট, ক্যারাম সেট, ফুটবল, হ্যান্ডবল, টি বল ও ভলিবল বিতরণ করা হয়। এসকল বিতরণ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিরা উপস্থিত ছিলেন।