#ক্লাস বর্জন
#বিক্ষোভ-মানববন্ধন
#ছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি (ভি.জে) সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষককে পরীক্ষার হলে চড়-থাপ্পর মেরে লাঞ্ছিত করেছে একই স্কুলের দশম শ্রেণির এক ছাত্র। ওই ছাত্রের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার সকালে ক্লাস বর্জন ও কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছেন। অভিযুক্ত ছাত্রকে গ্রেপ্তারের দাবিতে প্রশাসনকে দুই দিন সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি।
এদিকে, গতকাল চুয়াডাঙ্গা সদর থানায় ওই ছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে, ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আক্তারকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির অন্য তিন সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, জেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান ও ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ সফিয়ার রহমান। তদন্ত কমিটির সদস্যদের তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে।
এর আগে, গত রবিবার দুপুরে এসএসসির নির্বাচনী পরীক্ষা চলাকালে শিক্ষককে মারপিটের এ ঘটনা ঘটে। শ্রেণিকক্ষে শিক্ষককে ছাত্রের মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শ্রেণিকক্ষে থাকা সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, শিক্ষক হাফিজুর রহমান অভিযুক্ত শিক্ষার্থীর খাতা কেড়ে নেন। এর কিছুক্ষণ পর খাতা চেয়ে ফেরত না পেয়ে শিক্ষকের দু গালে দুটি চড় মারে শিক্ষার্থী। এর আগে ওই ছাত্রকে ধাক্কা দিয়ে বেঞ্চে বসানোরও চেষ্টা করেন শিক্ষক।
গতকাল শিক্ষকদের ক্লাস বর্জন করে দুই ঘণ্টা কর্মবিরতি পালনের খবর পেয়ে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা ও পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বিদ্যালয়টিতে যান। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন। ডিসি-এসপি শিক্ষককের পাঠদানের অনুরোধ করলে শিক্ষকরা ক্লাসে ফিরে যান। এছাড়া শিক্ষককে লাঞ্চিতের প্রতিবাদ ও অভিযুক্ত ছাত্রকে গ্রেপ্তারের দাবিতে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। দুপুর ১২টার দিকে বিদ্যালয় থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বড়বাজার শহীদ হাসান চত্বরে যান। সেখানে মানববন্ধন করেন তারা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত রবিবার ভিক্টোরিয়া জুবিলি (ভি.জে) সরকারি উচ্চ বিদ্যালয়ের ১১২নং কক্ষে দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষার দায়িত্ব পালন করছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক (বাংলা) হাফিজুর রহমান। পরীক্ষা চলাকালে বিদ্যালয়ের ওই ছাত্র পরীক্ষার হলে অসদুপায় অবলম্বন ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। এমতাবস্থায় দায়িত্বরত শিক্ষক বাধা প্রদান করায় ওই ছাত্র ক্ষিপ্ত হয়ে শিক্ষককে ভয়ভীতি প্রদর্শন এবং একপর্যায়ে ১১টা ১২ মিনিটে শিক্ষককে মারপিট করেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান জানান, সরকারি কর্মচারীকে কর্তব্য পালনে বাধাপ্রদান, আক্রমন, অপরাধমূলক বল প্রয়োগ এবং আঘাতসহ ভয়ভীতি প্রদানের অপরাধে ৩৩২, ৩৫৩ ও ৫০৬ ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে।
তবে একাধিক সহপাঠি পরীক্ষার্থী সূত্রে জানা গেছে, নকল নয়, পরীক্ষা চলাকালীন সময়ে একজন পরীক্ষার্থী পেছনের বেঞ্চে হাত দিয়ে হেলান দেয়ার জের ধরে খাতা কেড়ে নেয়া এবং শিক্ষকের নিকট খাতা চাওয়ার সময় শিক্ষকের কটুক্তির ঘটনা ঘটে। এরপর ঘটে শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা।
এ ব্যাপারে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেছেন, এ ঘটনার প্রকৃত কারণ জানতে চার সদস্যের তদন্ত দল গঠিত হয়েছে। আমার বিশ্বাস, পক্ষপাতহীনভাবে তারা তদন্ত করবে; যাতে প্রকৃত চিত্র উঠে আসবে।
এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।