আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বমঞ্চে সামরিক শক্তিধর হিসেবে পরিচিত ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। শনিবার (৭ অক্টোবর) থেকে শুরু হওয়া তাদের এ হামলায় এখন পর্যন্ত ৭০০ ইসরায়েলি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় আড়াই হাজার মানুষ। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক অবকাঠামো।
আর হামাসের টানা দুইদিন ধরে চালানো এসব হামলার প্রতিশোধ নিতে— ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল বড় হামলা চালাবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
গত শনিবার লোহার সীমান্ত বেষ্টনী ভেঙে গাজা উপত্যকা থেকে হামাসের প্রায় এক হাজার সেনা ইসরায়েলে প্রবেশ করেন। এরপর তারা ইসরায়েলের সামরিক স্থাপনা শুরু করে প্রায় সব জায়গায় অভিযান চালানো শুরু করেন।
যেহেতু গাজায় হামাস সংঘটিত হয়ে এ হামলার পরিকল্পনা করেছে; তাই সেখানে তাদের অবস্থান দুর্বল করে দিতে ইসরায়েল নিশ্চিতভাবে বড় হামলা চালাবে বলে জানিয়েছেন বিবিসির আন্তর্জাতিক সম্পাদক জেরেমিন বাওয়েন।
তিনি বলেছেন, ‘এখন পর্যন্ত, বেঞ্জামিন নেতানিয়াহুসহ ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীরা— গাজায় হামাসের শক্তি হ্রাস করতে— পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করার চাপ প্রতিহত করেছেন।’
‘গাজায় হামলা চালানোর বদলে সেখানে তারা অবরোধ আরোপ করেছেন, সেনাশক্তি প্রয়োগ করে তাদের দমিয়ে রাখার চেষ্টা করেছেন। কারণ সামরিক হামলা চালালে অনেক বেসামরিক ফিলিস্তিনি নিহত হতে পারেন; আবার পূর্ণ মাত্রায় হামলা চালালেও এতে কোনো ইতিবাচক ফলাফল পাওয়া যাবে না বলেও মনে করেছেন তারা। কিন্তু সেসব কৌশল এখন ব্যর্থ হয়েছে। ফলে প্রত্যাশিতভাবেই এখন গাজায় ইসরায়েল বড় হামলা চালাবে।’
সূত্র: বিবিসি