নিজস্ব প্রতিবেদক:
সুরুজ আলী ও ময়না খাতুনের দাম্পত্য জীবনের কলহ মিমাংসা কমিয়ে ময়নার সংসার ফিরিয়ে দিল লোকমোর্চা। গতকাল রোববার বিকাল চারটায় চুয়াডাঙ্গা ওয়েভ ফাউন্ডেশন ট্রেনিং সেন্টারে লোকমোর্চার সালিশ বৈঠক সভায় তাদের দাম্পত্য জীবনের মীমাংসা করা হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা লোকমোর্চার সভাপতি এ্যাড. মানিক আকবর। জানা গেছে, ময়না ও সুরুজ বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ২০১৬ সালে। এরপর তাদের বিবাহের ৭ বছরের মধ্যে একের পর এক সুরুজ ও ময়নার মধ্যে মনোমালিন্য শুরু হয়। এরপর বিগত কয়েক বছর সমস্যা সমাধান না হওয়াতে ময়না তার সংসার ছেড়ে চলে যায় জয়রামপুর তার বাবার বাড়ি। এরপর ময়না তার স্বামীর সংসারে ফেরার জন্য পারিবারিক মনোমালিন্য সমাধান করার জন্য লোকমোর্চার কাছে আবেদন করেন। পরে সুরুজ ও ময়নার দাম্পত্য জীবনের কলহ দূর করার জন্য সালিশ বৈঠক সভা করা হয়। এই ঘটনায় সরেজমিনে তদন্ত শেষে করে। গতকাল রোববার সালিশ বৈঠক সভায় দু’পক্ষের শর্ত সাপেক্ষে সুরুজ আলী ও ময়না খাতুনের ৫ বছরের মেয়ে সহ তাদের সংসারে ফিরে দেয় লোকমোর্চা। এসময় সভায় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সহ-সভাপতি তানজিলা মিনি, চুয়াডাঙ্গা সদর উপজেলা লোকমোর্চার সদস্য এ্যাড.বদর উদ্দিন, শেখ লিটন, ইলিয়াস হোসেন ও জেলা লোকমোর্চার সচিব কানিজ সুলতানা, প্রমুখ।