দর্শনা অফিস:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার নাস্তিপুর সীমান্তে মাথাভাঙ্গা নদী থেকে মিরাজ (১৯) নামের এক যুবকের মৃত দেহ থেকে ১০ কোটি টাকা মূল্যের ৬৮টি স্বর্ণের বার আটক করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে স্বর্ণের ভারে নদীর পানিতে ডুবে যায় এই যুবক। জানাগেছে, দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর সীমান্তে গতকাল রবিবার বেলা ১২ টার দিকে ১০ কেজি ওজনের ৬৮ টি স্বর্ণের বার নিয়ে নদী পার হওয়ার সময় স্বর্ণের ভারে ডুবে যায় মিরাজ মন্ডল নামের এই যুবক। সে নাস্তিপুর গ্রামের ভাট পাড়ার ইয়াসিন মন্ডলের ছেলে। স্থানীয় সূত্রে আরও জানাগেছে, নাস্তিপুর সীমান্তের মাথাভাঙ্গা নদীর ৮০/১ নং পিলারে নিকট এই ঘটনা ঘটে। দুইজন স্বর্ণ চোরাকারবারী স্বর্ণসহ সীমান্ত পিলার ৮০/১-আর নিকট দিয়ে মাথাভাঙ্গা নদী পার হয়ে ভারতে যাওয়ার সময় আনুমানিক ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক চোরাকারবারী পালিয়ে গিয়ে গ্রামবাসির খবর দেয়। খবর পেয়ে বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে বিকাল ৪ টার দিকে বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মাথাভাঙ্গা নদীতে উদ্ধার অভিযান চালিয়ে যুবকের মৃতদেহ উদ্ধার করে এবং তার শরীরে বাধা কাপড়ের ৪ টি পুটলাই ছোট-বড় ৬৮ টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি। যার ওজন ১০ কেজি ২ শ ৬৩ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ কোটি ২ লক্ষ ৬৩ হাজার টাকা। পুলিশ রাতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। বিজিবি সূত্রে জানাগেছে, রোববার দুপুরে দামুড়হুদা সীমান্তের নাস্তিপুর গ্রামের মিরাজ মন্ডল তার শরীরে কোমরে কাপড়ে স্বর্ণ বেঁধে মাথাভাঙ্গা নদীতে কলার ভেলা বানিয়ে পার হয়ে ভারতে প্রবেশ করতে যায়। এ সময় মাথাভাঙ্গা নদীর মাঝখানে পৌঁছালে তার কাছ থেকে নদীর স্রোতে কলার ভেলা ভেসে যায়। এতে করে তার কাছে থাকা ৬৮টি স্বর্নের বার প্রায় ১০ কেজি ২শ ৬৩ গ্রাম স্বর্ণের ভারে পানির নিচে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনার ৪ ঘন্টা পর তার লাশ উদ্ধার করে বিজিবি সহ পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। এ ঘটনায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার হবে। তবে এর মধ্যে খবর পাওয়া যায় মিরাজ নামের এক যুবক স্বর্ণের বার নিয়ে মাথাভাঙ্গা নদী পার হওয়ার সময় নদীর স্রোতে কলার ভেলা তার কাছ থেকে ছুঁটে গিয়ে সে পানিতে ডুবে নিখোঁজ হয়। তাৎক্ষণিকভাবে এ খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় পুলিশ, ফায়ার সার্ভিস কে খবর দেয়। বিকাল ৪ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। তার শরীরে বাধা কাপড়ের একটি পুটলা উদ্ধার করা হয়। যার মধ্য থেকে ছোট বড় ৬৮ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার ওজন ১০ কেজি ২শ ৬৩ গ্রাম। এ ঘটনায় দর্শনা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।