হিজলগাড়ী প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলা হিজলগাড়ী বাজারে ব্র্যাক এনজিও অফিসে জানালার গ্রিল কেটে এক লাখ এক হাজার ছয়শত ছিয়াশি টাকা চুরি অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার সকালে অফিস খোলার পর বিষয়টি নজরে আসে কর্মকর্তাদের। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে হিজলগাড়ী ক্যাম্প পুলিশ।বাজারে একের পর এক চুরি ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ী ও এলাকাবাসী। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর হিজলগাড়ী বাজারে মীর লিয়াকত আলীর বাসায় ব্র্যাক এনজিও অফিসে পিছনে জানালার গ্রিন কেটে নগদ এক লাখ এক হাজার ছয়শত ছিয়াশি টাকা চুরি হয়েছে। হিজলগাড়ী ব্রাঞ্চ ম্যানেজার আনিস বলেন- প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার লেনদেন শেষ করে অফিস বন্ধ করে তালা দিয়ে চলে আসি। শুক্রবার-শনিবার ছুটি থাকায় রবিবারে অফিসে কার্যক্রম পুনরায় চালু করতে মেন গেট খুলে দেওয়া হয়। রুম পরিস্কার করতে গিয়ে গ্রিল কাটা দেখে আমাকে জানালে আমি দ্রুত অফিসে ভিতরে ঢুকে দেখি ড্রয়ারে তালা ভাঙ্গা ও ড্রয়ারে রাখা এক লাখ এক হাজার ছয়শত ছিয়াশি ছিলো সেই টাকা নেই। চোরচক্ররা অফিসে জানালার গ্রিল কেটে ড্রয়ারে তালা ভেঙ্গে টাকা চুরি করে নিয়ে গেছে। আমি দ্রুত হিজলগাড়ী ক্যাম্পপুলিশকে জানালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ক্যাম্প পুলিশ ইনচার্জ রাকিবুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে এসে দেখি অফিসের পিছনে দিকে প্রাচীর দেওয়া কিন্তু গ্রিলে তালা কাটা ছিলো ভিতরে দরজার তালাগুলোর ঠিকমত দেওয়া ছিলো না। দরজাগুলো অরক্ষিত অবস্থায় ছিলো। যার কারনে চোরচক্ররা নিমিষেই টাকা নিয়ে পালিয়েছে।