আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার মুন্সিগঞ্জের গড়গড়িতে যুব সমাজের উদ্দ্যেগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শহীদ শামসুজোহা প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে মাসব্যাপী চলা এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশ গ্রহন করে। সবাইকে পেছনে ফেলে গোয়ালবাড়ী গোধুলী ফুটবল একাদশ ও জেহালা মাঝের পাড়া একাদশ ফাইনাল পর্যন্ত উঠতে সক্ষম হয়। ৯০ মিনিটের খেলায় গোল শুন্য ড্র হলে খেলাটি অতিরিক্ত সময়েও গোল শুন্য ড্র হয়। অবশেষে খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে গোয়ালবাড়ি গোধুলি একাদশ জেহালা মাঝেরপাড়া একাদশকে ৫-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও একটি ছাগল এবং রানার্সআপ দলের হাতে ট্রফি ও একটি ভেড়া তুলে দেয়া হয়। টুর্নামেন্টে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি ব্যক্তিগত কারনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে না পরলেও তিনি ভিডিও কলের মাধ্যমে খেলাটির উদ্বোধন ও বক্তব্য রাখেন। তিনি বলেন, খেলাধুলা মানুষের মোবাইল গেমস ও মাদক থেকে দূরে রাখে। সবাইকে বেশি বেশি খেলার আয়োজন করার আহবান জানান তিনি। প্রধান অতিথির অনুস্থিতিতে খেলাটির প্রধান অতিথির প্রতিনিধিত্ব করেন জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসানউজ্জামান হান্নান, অনুষ্ঠানের সভাপতি ছিলেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক আলী, বিশেষ অতিথি ছিলেন জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ফজলুল হক, সাধারন সম্পাদক আব্দুল হান্নান মাষ্টার, যুগ্ন সাধারন সম্পাদক ডাক্তার জাহান আলী, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন। উপস্থিত ছিলেন লিপন মেম্বর, হাসেম মাহমুদ মেম্বর, পিঞ্জিরা মেম্বর, আওয়ামী লীগ নেতা লিপন, হাজি আবু তাহের, আনিছুর রহমান, হাসান আলী, গোলাম মাষ্টার, সিরাজুল ইসলাম, রাব্বানী মোস্তফা, শুকুর আলী, শাহিন মাষ্টার, কামাল, ফারুখ, সাইদুর, নিরব, আকিব, রিপন, রতন, তরিকুল, আলম, শুভ, সিহাব, মানিক, ফাইম, মিলন, মাসুম, রনি, ইমরান, মিল্টন, আকাশ, রসুল, নাহিদ প্রমুখ।