নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদরের বোয়ালমারি গ্রামে ছাত্রলীগ কর্মী ফয়সালুজ্জামান প্রান্তর (২৬) উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মোমিনপুর সচেতন সমাজের আয়োজনে নীলমনিগঞ্জ বাজারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পূর্ব পরিকল্পিতভাবে ধারাল অস্ত্র দিয়ে প্রান্তকে কুপিয়ে জখম করা হয়। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় এ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারিদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানানো হয়। প্রতিবাদ সভায়, মোমিনপুর ইউনিয়নের ছাত্রলীগের কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে সাড়ে ১০টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন প্রান্ত। পিটিআই ফুটবল মাঠের সামনে পৌঁছালে মামলার প্রধান আসামি তরিকুলসহ বাকিরা পূর্ব পরিকল্পিতভাবে চাপাতি, রামদা, ক্রিস, ডেগারসহ ধারাল অস্ত্র নিয়ে প্রান্তর গতিরোধ করে তাকে কুপিয়ে জখম করে। এ সময় প্রান্তর বন্ধু চন্দন ঠেকাতে গেলে তিনিও আহত হন। পরে স্থানীয়রা আহত দুজনকে সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ৩০ সেপ্টেম্বর প্রান্তকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ত্যাগ করে পরিবার।