নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় জাতীয় শিক্ষক দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে গতকাল বৃহস্পতিবার একাধিক সময় নিজ নিজ উপজেলায় র্যালি ও আলোচনার সভার মধ্যদিয়ে এই শিক্ষক দিবস পালন করা হয়।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চুয়াডাঙ্গার ঝিনকু মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। গতকাল বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে বিদ্যালয়ের ছাত্রীদের আয়োজনে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিদ্যালয় প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পুনরায় একই স্থানে এসে হয়। পরে আলোচনা সভায় ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ওবাইদুর রহমান চৌধুরী জিপু। অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীরা ফুল দিয়ে শিক্ষকসহ অতিথিবৃন্দকে শ্রদ্ধা জানান। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য আব্দুল হালিম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিনিয়র শিক্ষক শামসুন নাহার। আলোচনা সভায় সহকারী শিক্ষক মিকাইল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, মিকাইল ইসলাম, আলী নাসির। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন নাফিসা ও অথৈ।
আলমডাঙ্গা অফিস জানায়,আলমডাঙ্গায় জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। “শিক্ষকদের হাত ধরেই শিক্ষার রূপান্তর শুরু” এ প্রতিপাদ্যে মানুষ গড়ার কারিগর আমাদের সন্মানিত মহান শিক্ষকবৃন্দকে জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। দিবসটি উপলক্ষে উপজেলা উদযাপন কমিটির আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে স্বাধীনতা স্তম্ভ মোড় ঘুরে পাইলট বালিকা বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে পাইলট বালিকা বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। প্রধান বক্তা ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুজ্জোহা। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মোনয়েম, উপজেলা একাডেমি সুপারভাইজার ইমরুল হক, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী মাস্টার, আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার সুপার মাওলানা সিরাজুল ইসলাম, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আলমডাঙ্গা শাখার সভাপতি রেফাউল হক।
বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপুর উপস্থাপনায় বক্তব্য রাখেন আলমডাঙ্গার সরকারি কলেজের সহকারি অধ্যাপক ড. মাহবুব আলম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেছ উদ্দিন, প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন, সহকারি শিক্ষক আলমগীর হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আলমডাঙ্গা শাখার সাধারন সম্পাদক আশরাফুল আলম, উপস্থিত ছিলেন হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক আব্দুর রহিম, উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে ফজলুল হক শামী, তৈয়ব আলী, মশিউর রহমান, ফরিদুল ইসলাম, এনামুল হক, রফিকুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে আমিনুল ইসলাম, রকিবুস সালেহীন, সাজ্জাদুল আলম, সহকারি শিক্ষক মোল্লা ফেরদৌস রিজভীসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারি শিক্ষকবৃন্দ। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ সকারি শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ কাপ শিক্ষকদের হাতে ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।