নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘বরাবরের মতো আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র শুরু করেছে। তারা ‘আগুন সন্ত্রাসের’ মতো কর্মসূচি দিয়ে সাধারণ মানুষের ক্ষতি করতে পারে। কিন্তু আমরা বলে দিতে চাই, কোন ষড়যন্ত্রে কাজ হবে না। আওয়ামী লীগের নেতা-কর্মীরা সতর্ক আছে। আন্দোলনের নামে তাদের সব ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা রাজপথে থেকে প্রতিহত করবো।’
গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ বাজারে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আসাদুল হক বিশ্বাস। তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থেকে আমাদের সাধারণ মানুষের অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে আগামী নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ থেকে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।’ কর্মীসভায় বৃষ্টি ও বৈরি আবহাওয়া উপেক্ষা করে ছুটে আসেন কর্মরা। কর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে তাঁদের প্রতি কৃজ্ঞতা জানিয়ে আসাদুল হক বিশ্বাস বলেন, আপনারা আওয়ামীলীগের কর্মী বলেই বৃষ্টি বাদল উপেক্ষা কর্মীসভায় ছুটে এসেছেন। আওয়ামীলীগের কর্মীরা কোনো কিছুতে পিছ পা হননা। এসময় দ্বাদশ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে জানিয়ে আসাদুল হক বিশ্বাস আরও বলেন, আগামী নির্বাচনে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী। আপনারা আমাকে ভালো করেই চেনেন এবং জানেন। আপনাদের দোয়া এবং সমর্থন নিয়ে আগামী নির্বাচনে প্রার্থী হতে চাই।
কর্মীসভায় শংকরচন্দ্র ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সিকদার রাকিব হাসান মানিকের সভাপতিত্বে ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য পাপেল মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মুক্তার, জেলা কৃষকলীগের শিল্প বিষয়ক সম্পাদক হাসানুজ্জামান হাসান, দপ্তর সম্পাদক রাকিব আহম্মেদ জনি, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মজিবার রহমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল রানা, জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য আব্দুল আলিম , আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহীন বিশ্বাস, সদর পৌর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক তারিক আজিজ নয়ন, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিজিক মিয়া, সদর উপজেলা কৃষকলীগ সদস্য কামাল হোসেন, পদ্মবিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বজলুর রহমান, পদ্মিবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া, সদস্য রাকিবুল ইসলাম, বাবু শেখ, টুকু মিয়া, বিদায়, আলুকদিয়া ইউনিয়ন ম্রমীকলীগ নেতা জুয়েল রানা, শ্রমীক নেতা শফিকুল ইসলাম, খন্দকার সেলিম, ব্যবসায়ী বাবুল আক্তার, হেলাল উদ্দীন, প্রবীণ আওয়ামীলীগ নেতা খোদাবক্স মিয়া, আসাবুল হক, ছাত্রলীগ নেতা ইব্রাহিম খলিলুল্লাহ, হাবিবুর রহমান প্রমুখ। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।