নিজস্ব প্রতিবেদক:
জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক আকাশ খবর পত্রিকায় কর্মরত প্রতিবেদকদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টা থেকে চুয়াডাঙ্গা শহরের পুলিশ পার্ক কমিউনিটি সেন্টারে শুরু হয় এ সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা। চুয়াডাঙ্গা শহর, অন্যান্য উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে কর্মরত সকল প্রতিবেদকের অংশগ্রহনে মিলন মেলায় রুপ নেয় এ আয়োজন।
সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আকাশ খবরের বার্তা সম্পাদক জিসান আহমেদ। পত্রিকাটির সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশির সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৈনিক আকাশ খবরের উপদেষ্টা সম্পাদক অ্যাড. মানিক আকবর, ডেস্ক ইনচার্জ কামরুজ্জামান সেলিম ও সার্কুলেশন ম্যানেজার হাশেম রাজ।
দৈনিক আকাশ খবরের সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি বলেন, ‘একটা সময় বলা হতো, শুধু নেতিবাচক খবর না লিখলে পত্রিকা চলবে না। এখন সে ধারা বদলেছে, নেতিবাচকের সাথে ইতিবাচক সংবাদও পাঠক সাদরে গ্রহন করে। তবে সংবাদকে ইতিবাচক কিংবা নেতিবাচক বিভাজনে বিভক্ত করে না দৈনিক আকাশ খবর। আমাদের কাছে প্রতিটি সংবাদই সমান গুরুত্ব বহন করে। আমরা ভালোকে ভালো বলি, খারাপকে খারাপ। শুভকে শুভ, অশুভকে অশুভ। কারও প্রতি আমাদের বাড়তি নজর কিংবা বিশেষ কোন উদ্দেশ্য নেই। আকাশ খবর সমাজের কাউকে ছোট কিংবা বড় করে দেখে না। পরিচ্ছন্নতার প্রতীক দৈনিক আকাশ খবর- যা আমরা জোর গলায় বলার সাহস রাখি।’
প্রতিনিধিদের উদ্দেশ্যে সম্পাদক বলেন, সবাইকে নিয়ে সামনের দিকে আরও শক্তিশালী হয়েই এগিয়ে যাবে দৈনিক আকাশ খবর টিম। সকল পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে চলমান অবস্থান ধরে রেখে ভবিষ্যতের পথনির্দেশনা তৈরি করবে। সেরাদের সেরা হয়ে নিজের অবস্থান অটুট রাখবে এ কর্মীবাহিনী। এজন্য সম্ভাব্য সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি দায়িত্ব পালনে সবাইকে আরও সক্রিয় হওয়ার অনুরোধ করেন।
অন্য বক্তারা বলেন, চুয়াডাঙ্গা ভিন্ন মাত্র তৈরি করেছে দৈনিক আকাশ খবর পত্রিকা। ভিন্নতা আর সংবাদ পরিবেশনায় বিশেষ অবস্থান তৈরি হয়েছে এ দৈনিকটির। ছাপা পত্রিকার পাশাপাশি ওয়েব পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও আকাশ খবরের উপস্থিতি আশাব্যাঞ্জক। বর্তমান অবস্থা ধরে রেখে সামনের দিকে আরও দৃপ্ত বলয়ে অগ্রসর হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানের আগত প্রতিনিধিরা বিভিন্ন ধরনের পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। এসময় মতামত উল্লেখ করেন, পত্রিকাটির আলমডাঙ্গা অফিস প্রধান ফিরোজ ইফতেখার, দামুড়হুদা অফিস প্রধান শমশের আলী, দর্শনা অফিস প্রধান এস এম ওসমান, জীবননগর অফিস প্রধান মুতাছিন বিল্লাহ, কার্পাসডাঙ্গা প্রতিবেদক সাজিদ হাসান সোহাগ, নাটুদহ প্রতিবেদক রবিউল ইসলাম বাবু, জামজামি প্রতিবেদক জাহাঙ্গীর আলম, তিতুদহ প্রতিবেদক জহিরুল ইসলাম জনি প্রমুখ।