নিজস্ব প্রতিবেদক:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের ঐক্যবদ্ধ ১০ জন নেতা চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে পথসভা করেছেন। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার বিকেলে তিতুদহ ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বর্তমান সরকারের উন্নয়ন চিত্র সাধারণ জনগণের মাঝে তুলে ধরে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। এক পর্যায়ে পথাসভা জনসভায় রূপ নেয়। তিতুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শুকুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মীর্জা শাহরিয়ার মাহমুদ লল্টু, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো: আব্দুল লতিফ অমল, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক-প্রকাশক বাংলাদেশ সংবাদপত্র পরিষদের মহাসচিব মানবাধিকার কর্মী নুর হাকিম ও দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক চুয়াডাঙ্গা জেলা জজকোর্টের এপিপি অ্যাড. আবু তালেব।
এছাড়াও উপস্থিত ছিলেন দর্শনা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আমির হোসেন, প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুল বারেক, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. রফিকুল আলম রান্টু, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন মাস্টার, নাটুদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করীম, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তালেব মাষ্টার, আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন, কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কাফি উদ্দীন টুটুল, জেলা পরিষদের সাবেক সদস্য শফিকুল ইসলাম নান্নু, হাসাদহ ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহবুব বিশ্বাস, তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম নেতা সুজাহান জোয়ার্দ্দার, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসম্পাদক আশাদুল হক, উথলী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা খোকন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা সেলিম মল্লিক, বেগমপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহম্মদ, তিতুদহ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি বসন্ত কুমার, জীবননগর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আবু মাসুম, জীবননগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামীম ফেরদৌস, তিতুদহ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রোকন, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক বুলবুল আহমেদ, ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল আহমেদ মিঠু, দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহবায়ক শাহীন মোল্লা, আরিফুল, ইউপি সদস্য আক্তার , কাশেম মাস্টার, ইউপি সদস্য শমসের, ইউপি সদস্য সাগর, হাইদার বিডিআর, ইউপি সদস্য সামসুল, ইউপি সদস্য জাহাঙ্গীরসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ‘সামনেই জাতীয় নির্বাচন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বাগানে অনেক ফুল ফুটবে। যে ফুলটি পছন্দ হবে সেটাই তুলে নেবেন। বিগত ১৫ বছর দল রাষ্ট্রীয় ক্ষমতায়। এই ১৫ বছরে দলীয় ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে বর্তমান এমপি নিজস্ব বলয় তৈরী করে জামায়াত-বিএনপিকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি স্থানীয় ইউপি নির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়ে নৌকার প্রার্থীকে ফেল করিয়েছেন। এবার নেত্রী বলেছেন, যারা নৌকার বিরুদ্ধে কাজ করেছে তাদের মনোনয়ন দেয়া হবেনা। দলের ত্যাগী, পরিচ্ছন্ন ব্যক্তিকে মনোনয়ন দেয়া হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন গড়াইটুপি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাজু।