নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্রাম্য চিকিৎসকদের নিয়ে পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ‘আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি গ্রাম ডাক্তার’ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, পথসভার শুরুতে কুড়ালগাছি ইউনিয়নের গ্রাম ডাক্তার আব্দুর রাজ্জাক ও গ্রাম ডাক্তার মহিবুল হাসান রকির আমন্ত্রণে ওই ইউনিয়নে বিভিন্ন গ্রাম ডাক্তারদের সাথে মতবিনিময় ও পথসভা অনুষ্ঠিত।
পথসভা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক গ্রাম্য ডাক্তার মোহা. ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক গ্রাম্য ডাক্তার মীর আব্দুল আউয়াল লিডু, এম জামশেদ খান, মাকসুদুর রহমান রতন, সদস্য সচিব গ্রাম্য ডাক্তার নওশাদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন- গ্রাম্য ডাক্তার সোলাইমান হক (গোপালপুর), রকিবুল হাসান রয়েল (ইব্রাহিমপুর), মনিরুজ্জামান তারিক (রামনগর), তৌহিদ তুহিন (ভগিরাতপুর), নাজিম উদ্দিন (নতিপোতা), আব্দুর রউফ খান (চারুলিয়া)। পথসভায় গ্রাম্য ডাক্তারগণ আগামীদিনে দামুড়হুদা শাখার সম্মেলন প্রসঙ্গে বিভিন্ন মতামত প্রকাশ করেন এবং কুড়ালগাছি ইউনিয়নের কার্যক্রম সমাপ্ত করে প্রথমার্ধ শেষ করে। দ্বিতীয়ার্ধে গ্রাম্য ডাক্তার আব্দুর রাজ্জাক ও মহিবুল হাসান রকির নেতৃত্বে কার্পাসডাঙ্গা ইউনিয়নের গ্রাম্য ডাক্তার হারুন অর রশিদকে সঙ্গে নিয়ে কার্পাসডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামের গ্রাম্য ডাক্তারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কার্পাসডাঙ্গা ইউনিয়নে মতবিনিময় সভা শেষে হাউলী ইউনিয়নে শহিদুলের আমন্ত্রণে ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রাম্য ডাক্তারদের সঙ্গে মতবিনিময় ও পথসভা অনুষ্ঠিত হয়।