জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে ইবনে সিনা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসার শিকার হয়ে নওয়াজেস হোসেন (৪৮) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোগীর স্বজনরা গত মঙ্গলবার সকালে ক্লিনিকের সামনে জড়ো হন। ক্লিনিক কর্তৃপক্ষ অভিযোগ আমলে না নিলে রোগীর ভাই সেদিন জীবননগর থানায় অভিযোগপত্র জমা দেন।
পরিবারের সদস্যদের অভিযোগ, উপজেলার কাশিপুর দক্ষিণপাড়ার নওয়াজেস হোসেন হার্নিয়া রোগে ভুগছিলেন। একই গ্রামের পল্লি চিকিৎসক কায়দার আলী তাকে গত ৭ সেপ্টেম্বর জীবননগরের ইবনে সিনা ক্লিনিকে নিয়ে যান। ক্লিনিকের মালিক আব্দুল জব্বার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পর বলেন হার্নিয়ার অস্ত্রোপচার করতে হবে। পরদিন সকালে তাকে অস্ত্রোপচার করা হবে। কিন্তু আমাদের কাউকে না জানিয়ে সেই দিন রাত ৮টার দিকে তাকে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও তার অবস্থার অবনতি হলে তাকে গত ২১ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর জানায় তার ভুল অস্ত্রোপচার করা হয়েছিল। তাকে আইসিইউতে রাখতে হয়েছিলো। এরপর গতকাল বুধবার বিকাল আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নওয়াজেস হোসেনের।
এ বিষয়ে গত মঙ্গলবার ইবনে সিনা ক্লিনিকের কর্মচারী আব্দুল জব্বার দাবি করেন, কোন ভুল অস্ত্রোপচার করা হয়নি। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. নুুপুর নওয়াজেস হোসেনের হার্নিয়ার অস্ত্রোপচার করেছেন। রোগীর অবস্থা ভালোই ছিল। তবে তারা চিকিৎসকের নির্দেশনা মানেনি। শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরছে।
এ বিষয়ে মঙ্গলবারে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. নুপুর জানান, কোনো ভুল অস্ত্রোপচার করা হয়নি। সঠিকভাবেই তাকে চিকিৎসা দেয়া হয়েছে। এরপর রোগীর কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, মৃত্যুর বিষয়টি পরিবারের কেউ এখনও জানায়নি। তবে মঙ্গলবারের এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আমাদের তদন্ত চলছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।