নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসএসসি ও সমামান-২০২৩ পরীক্ষায় অংশ নিয়ে এ প্লাস পাওয়া এবং বোর্ড বৃত্তি প্রাপ্ত ১৮ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। গতকাল বুধবার ওই বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানার সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরি জিপু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য আব্দুল হালিম ভুলন।
প্রধান অতিথির বক্তব্যে ওবাইদুর রহমান চৌধুরি জিপু বলেন, ‘সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শেখায়। এই ঝিনুক স্কুল থেকে শিক্ষা অর্জন করে অনেকেই আজ দেশের বিভিন্ন উচ্চ পর্যায়ে কর্মরত আছেন এবং সততার সাথে দেশের জন্য কাজ করছেন। তোমাদেরও উন্নতির শেখড়ে পৌঁছাতে হবে।’
সংবর্ধনা অনুষ্ঠানে মোট ১৮ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন তানিশা, আনিকা, মাইশা, সুমাইয়া ও দিশা।