হিজলগাড়ী প্রতিবেদক:
সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গা সদর হিজলগাড়ী বাজারে বিশেষ অভিযান চালিয়েছে জেলা ট্রাফিক পুলিশ। গতকাল বুধবার বিকাল ৩টার দিকে হিজলগাড়ী বাজারে ত্রিমনি, কোটালী রোড় ও পুলিশ ক্যাম্প মোড়ে পুলিশ অবৈধ মোটরসাইকেল ও কাগজপত্রবিহীন, হেলমেটবিহীন ও অবৈধ মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ১২টি মোটরসাইকেল আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর হিজলগাড়ী বাজারে বিভিন্ন মোড়ে অবৈধ মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে চেকপোস্ট বসিয়ে অর্ধশতাধিক মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২ টি মোটরসাইকেল চালকদের বৈধ কোন কাগজপত্র পাওয়া না গেলে সেগুলো আটক করা হয়েছে। এছাড়া ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকা চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়। অবৈধ মোটরসাইকেল গুলো হিজলগাড়ী পুলিশ ক্যাম্পে হেফাজতে রাখা হয়েছে। অভিযান পরিচালনা করেন জেলা ট্রাফিক পুলিশ টি আই আমিরুল ইসলাম, হাসান মল্লিক, সার্জেন্ট তাজরুল ইসলাম।
জেলা ট্রাফিক পুলিশের টিআই আমিরুল ইসলাম বলেন, কারও হয়রানি ও অর্থদণ্ড করার মানসে ট্রাফিক পুলিশের অভিযান নয়। মৃত্যু হ্রাস ও দুর্ঘটনা রোধে সবাইকে আইনের আওতায় আসার অভ্যাস এবং নিয়ম মানার জন্যই মূলত ট্রাফিক পুলিশ কাজ করে যাচ্ছে। মোটরসাইকেল ড্রাইভিং-এ অদক্ষরাই বেশি দুর্ঘটনার শিকার হয়। তাদের ভূলের জন্য পুরো পরিবারকে সারাজীবন মাশুল দিতে হয়। তাই হেলমেট, ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন মোটরযানের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আমরা সবাই সচেতন হয়ে সড়ক পরিবহন আইন মেনে চললে সড়কে শৃংখলা ফিরে আসবে এবং সড়ক দুর্ঘটনাও কমে যাবে।