নিজস্ব প্রতিবেদক:
স্মার্ট বাংলাদেশ, এসডিজি, ভিশন ২০৪১ মোতাবেক উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতি, অর্জন, সাফল্য ও লক্ষ্যসমূহের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত। গতকাল বুধবার সকাল ১০টায় জেলা তথ্য অফিসের উদ্যোগে চুয়াডাঙ্গা সদর উপজেলার আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভুঁইয়া, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মাসুম আহম্মেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, ‘সুসন্তান গড়ে তুলতে একজন মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। তিনি শিশুদের আচার, আচরণ পরিবর্তনে মায়েদের ভূমিকা তুলে ধরে বলেন, একজন শিক্ষার্থীর ভালোভাবে গড়ে ওঠার পেছনে মায়ের অনেক ভূমিকা রয়েছে। সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে কখন বাড়ি ফিরছে এগুলো বাবা-মাকে খেয়াল রাখতে হবে। তাহলে তারা কখনো বিপথে যাবে না।’ এছাড়া সভাপতির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান মাদক, গুজব, ইভটিজিং এবং কিশোর-কিশোরীদের প্রতি মায়েদের বিশেষ তদারকির বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের সহকারী শিক্ষকমন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন ।