নিজস্ব প্রতিবেদক:
‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব’ এ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা জেলাজুড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে। গতকাল বুধবার দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল সকালে চুয়াডাঙ্গা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য কমিশনের সহযোগিতায় আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম ভূইয়া, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমানসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
জীবননগর অফিস জানিয়েছে: জীবননগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার হল রুমে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী।
এ সময় আরও উপস্থিত ছিলেন , উপজেলা কুষি কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা মৎস্য অফিসার দীন ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, সাংবাদিক সালাউদ্দিন কাজলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
দামুড়হুদা অফিস জানিয়েছে: উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালনের লক্ষ্যে গতকাল বুধবার বেলা সাড়ে ১০টার সময় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ফাইজুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবীব, দামুড়হুদা বাসট্যান্ড বাজার কমিটির সভাপতি রতনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত বক্তারা বলেন, ‘রাষ্ট্রের সকল ক্ষমতার অধিকারী জনগণ, তাই জনগণের সকল তথ্য জানার অধিকার আছে। সরকার জনগণের জন্য কি দিচ্ছে তা জানার অধিকার জনগণের আছে। তথ্য গ্রহণকারী এবং তথ্য প্রদানকারী উভয়কেই যত্নশীল ও দায়িত্ববান হতে হবে। তথ্যটির বিষয়ে শতভাগ নিশ্চিত হতে হবে। কোন ভূল তথ্য পরিবেশন করা যাবে না। তথ্য জানার সবার অধিকার আছে। তথ্য প্রবাহের কারণে সরকারি কর্মকাণ্ড নিশ্চিত ও জবাবদিহিতা থাকে। ২০০৯ সালে তথ্য আইন চালু হয়। তথ্যের অবাধ প্রবাহ দুর্নীতি কমাতে সাহায্য করে সাংবাদিকতা একটি মহৎ পেশা। এ পেশার মূল লক্ষ্য হলো মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করা। মানুষের কথা বলা। মানুষের সমস্যা, সমাজের নানা অসঙ্গতি অনিয়ম অবিচার তুলে ধরে সাংবাদিকরা এ পেশায় আত্মনিয়োগ করে সাংবাদিকরা জনসেবা ও সমাজকল্যাণ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।’