নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় খাসকররা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে প্রাথমিক সদস্য ও নবায়ন কার্যক্রম উপলক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় খাসকররা বাজারে আলোচনা সভার আয়োজনন করা হয়। খাসকররা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘চুয়াডাঙ্গা জেলা যুবলীগকে একটি সুশৃঙ্খল দল। আগামী দিনে যে কর্মসূচীগুলো আসবে সেসব কর্মসূচিগুলো সুশৃঙ্খল ভাবে পালন করবেন এবং যারা কাজ করবেন তারাই যুবলীগের দায়িত্ব পাবেন শেখ হাসিনার উন্নয়নকে ত্বরান্বিত করতে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।’ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক সামসুদ্দোহা মল্লিক হাসু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও খাসকররা ইউপি চেয়ারম্যান তাছফির আহমেদ মল্লিক লাল, আরো বক্তব্য দেন আলমডাঙ্গা পৌর যুবলীগের আহ্বায়ক ডিটু, নাগদাহ ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবুল হাসনাত, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য খালেদ মন্ডল। পরে দ্বিতীয় অধিবেশনে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে প্রাথমিক সদস্য ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।