নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় শিশু কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সাঁতার হলো সর্বোৎকৃষ্ট ব্যায়াম। তাই চিকিৎসকগণ শারীরিকভাবে সুস্থ থাকতে সাঁতার কাটা ওপর গুরুত্ব আরোপ করেন। নদীমাতৃক বাংলাদেশে পানি জনিত যে কোন দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেতে সাঁতার শেখার কোন বিকল্প নেই। এ বাংলার পড়তে পড়তে ছড়িয়ে আছে নদী-নালা খাল বিল জলাশয়। কোন না কোনভাবেই আমরা পানির সাথে সম্পর্ক করতে বাধ্য হই। তাই আমাদের যদি সাঁতার জানা না থাকে তাহলে সংকটে পড়তে হতে পারে এমনকি জীবনের উপরও ঝুঁকি চলে আসে। তাই শুধু প্রতিযোগিতা হিসেবে সাঁতার গ্রহণ না করে লাইফ সেভিং হিসেবে সাঁতার প্রত্যেককে শিখে রাখা দরকার।’
চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিস ও ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা জেলা শহরের চারটি বালক উচ্চ বিদ্যালয় ও চারটি বালিকা বিদ্যালয় এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে দুপুর ২টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া আলোচনা অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক নিজ হাতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা শিশু কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের সম্পাদক সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা শিশু কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের কেন্দ্র ইনচার্জ নাসির আহাদ জোয়ার্দ্দার। চুয়াডাঙ্গা শিশু কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান প্রশিক্ষক সাংবাদিক ইসলাম রকিবের উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ।