নিজস্ব প্রতিবেদক:
বিএনপি-জামায়াতের নির্বাচন বানচালের অপচেষ্টা রুখে দিতে এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আগামী ১ অক্টোবর আলমডাঙ্গায় গণসমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সিনেমা হল চত্বরে রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী দিলীপ কুমার আগরওয়ালা। প্রধান অতিথি দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘বিএনপি-জামায়াতের নির্বাচন বানচালের অপচেষ্টা রুখে দিতে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আগামী ১ অক্টোবর আলমডাঙ্গায় যে বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হবে, তা সফল হয় এবং এ সমাবেশ দেখে বিএনপি-জামায়াতের কাপন ধরে সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন। আমি প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের অনুরোধ করবো যে, আপনারা এখুনি বিএনপি-জামায়াতের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং সরকার বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলার প্রস্তুতি নিন। আর এই জন্য আগামী ১লা অক্টোবর আলমডাঙ্গার বিশাল গণসমাবেশ সফল করতে হবে।’
দিলীপ কুমার আগরওয়ালা আরও বলেন, ‘আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ থেকে বিএনপি-জামায়াতসহ সকল অপশক্তির মোকাবিলা করবো। এছাড়া আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় এনে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে। একইসাথে স্মার্ট চুয়াডাঙ্গা গড়ে উঠবে।’
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান কাওসার আহম্মেদ বাবলুর সভাপতিত্বে ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান জিল্লুর পরিচালনায় এ সভায় প্রধান বক্তা ছিলেন আলমডাংগা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, সত্তরের অগ্নিসেনা বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দীন পারভেজ, পদ্মবিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, কুতুব পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন টাইগার, মোমিনপুর পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিপু মাস্টার, গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ায়েচ কুরুনি টিটু, সাবেক ছাত্র লীগ নেতা পবিত্র কুমার আগরওয়ালা সহ বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।