জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে অনভিজ্ঞ টেকনোলজিস্ট দিয়ে এক্স-রে, ভুল রিপোর্ট দেওয়াসহ নানা অভিযোগে আলো ডায়াগনেস্টিক সেন্টার ভ্রাম্যমান আদালত ৫ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ জরিমানা আদায় করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে আলো ডায়াগনেস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র। এ সময় অনভিজ্ঞ টেকনোলজিস্ট দিয়ে এক্স-রে, ভূল রিপোর্ট দেওয়াসহ নানা অভিযোগে আলো ডায়াগনেস্টিক সেন্টারকে ৫ হাজার করা জরিমানা করা হয়। এসময় আলো ডায়াগনেস্টিক সেন্টারকে কারণ দর্শনার নোটিশ দেওয়া হয়। জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে আলো ডায়াগনেস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের করান দর্শনার নোটিশ দেওয়া হয়েছে। যদি তারা সঠিক জবাব না দিতে পারে তাহলে ডায়াগনেস্টিক সেন্টার বন্ধ করার ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে সহযোগিতা করেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মোস্তাফিজুর রহমান সুজন ও উপজেলা স্যানিটারি ইনসপেক্টর আনিছুর রহমানসহ থানা-পুলিশের একটি দল।