নিজস্ব প্রতিবেদক:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনের আওয়ামী লীগের ঐক্যবদ্ধ ১০ মনোনয়ন প্রত্যাশী জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার দুপুর থেকে রাত ১০ টা পর্যন্ত উথলী মোড়, সেনেরহুদা, উথলী বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন এবং সাধারণ জনগণের মাঝে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেন।
বক্তারা বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে মান-অভিমান ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। বাড়ি বাড়ি গিয়ে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতে হবে। জনগণ যাতে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে সেই বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।’
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক চুয়াডাঙ্গা জেলা জজকোর্টের এপিপি অ্যাড. আবু তালেব, দর্শনা সরকারি কলেজের সাবেক ভিপি আবু সাঈদ মোহাম্মদ হাসান, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসম্পাদক আশাদুল হক, দর্শনা পৌর ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ ফয়সাল, উথলী ইউনিয়ন যুবলীগের সভাপতি লিমন ফেরদৌস লিয়ন, সাবেক সাধারণ সম্পাদক মহিবুল হক, জীবননগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামীম ফেরদৌস, জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু মাসুম, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম নেতা আব্দুল মান্নান পিল্টু, আহসান হাবীব হেলা, খোকন, জোসি, গোলাম রহমান, মোহাম্মদ আলী, অহেদ আলী, হাফিজুর রহমান, আজম আলী, লিখন, দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা স্বপন মালিথা, উথলী ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি শাহীন হোসেন, সাধারণ সম্পাদক জিনারুল জেবু, তথা ও গবেষণা সম্পাদক সুজন ইসলাম নাসির, দপ্তর সম্পাদক রাসেল আহমেদসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।