নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় স্কুল বালিকাদের স্বাস্থ্য বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ কর্মশালার আয়োজন করা হয়। এসএসমসি এন্টারপ্রাইজ লিমিটেডের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। কর্মশালাটি সভাপতিত্ব করেন পুনাকের কোষাধ্যক্ষ সাবিনা ইয়াসমিন। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুনাকের সভানেত্রী ফরিদা ইয়াসমিন। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের হেড অব হায়জিন প্রডাক্টের কর্মকর্তা মিজানুর রহমান, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার হুমায়রা আক্তার, দৈনিক আকাশ খবরের সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি। কর্মশালা সভাটি সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের কুষ্টিয়া শাখার সেলস ম্যানেজার আবদুল্লাহ আল মামুন।
কর্মশালায় অংশ গ্রহণ করেন জেলার চারটি বিদ্যালয়ের মধ্যে মোট ১৮০ জন বালিকা শিক্ষার্থীরা। এরমধ্যে চুয়াডাঙ্গা এম.এ. বারি মাধ্যমিক বিদ্যালয়ের ৪০ জন বালিকা শিক্ষার্থী, রাহেলা খাতুন গার্লস একাডেমি থেকে ৪০ জন, ঝিনুক মাধ্যমিক বিদ্যাপিঠ থেকে ৪০ জন, আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের ৪০ জন বালিকা শিক্ষার্থীরা। এসময় উপস্থিত শিক্ষার্থীদেরকে জয়া স্যানিটারি ন্যাপকিন উপহার দেয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ফরিদা ইয়াসমিন বলেন, ‘নারীদের বয়সের সাথে বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা দেয়। সামাজিক মানসিক ভাবে নারীদের সুস্থ থাকতে হবে। প্রতিদিন বেড়ে ওঠাকে মেয়েদের অনেক কিছু শেখায়। স্বাস্থ্য সচেতনতা আরো বেড়ে উঠুক নারীরা এটাই আমরা আশা করি সবসময়। মাননীয় প্রধানমন্ত্রী ১০ টি বিশেষ শাখার মধ্যে নারীদের বিশেষ ভুমিকা ক্ষমতায়ন রেখেছে। মাননীয় প্রধানমন্ত্রী নারীদের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারের বিশেষ নজরদারি করে আসছে। নারীদের সব রকম অধিকার অংশীদার করছে। আজকের নারীরা আগামি স্মার্ট বাংলাদেশে বির্নিমাণে কাজ করে আসছে। আর তাই আগামিতেও করবে বলে মনে করি। আজকের এই কর্মশালার মধ্যে নারীরা আরো নতুন ভাবে জাগ্রত হবে।’
এরপর কর্মশালা অংশগ্রহণকারি বালিকা শিক্ষার্থীদের উদ্দেশ্য সচেতনতা ও উদ্দীপণামূলক কথা বলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
কর্মশালার শেষ পর্বে পুলিশ সুপারের নেতৃত্বে কর্মশালা সভার অংশগ্রহণকারি সকল শিক্ষার্থীরা মাদক ও বাল্যবিবাহকে লাল কার্ড দেখান।