আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০ টার দিকে মুন্সিগঞ্জ টাউন ফুটবল মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জেয়ার্দ্দার ছেলুন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নে বাধা দিতে বিএনপি জামায়াত গভীর ষড়যন্ত্রে মেতেছে। তারা দেশকেকে আবারও পাকিস্তান বানাতে চায়। সকল ষড়যন্ত্র রুখে দেয়া হবে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর যত উন্নয়ন হয়েছে বিগত কোন সরকারের আমলে এতো উন্নয়ন হয়নি। পদ্মা সেতু, রুপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র, মেট্রোরেল, বঙ্গবন্ধু ট্যানেল, কতো যে রাস্তা ঘাট করেছে তার বলার অপেক্ষা রাখে না। দেশের মানুষের জন্য বয়স্ক ভাতা, স্বামী পরিত্যাক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালিন ভাতাসহ বিভিন্ন ভাতা প্রদান করছে। চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক চালু করে ফ্রি ওষুধ দিচ্ছে। জননেত্রী শেখ হাসিনা ভূমি গৃহহীনদের ঘরবাড়ি নির্মান দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছে। সারা বিশ্বে শেখ হাসিনা একটি রোল মডেল হিসাবে পরিচিতি লাভ করেছে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের প্রান তৃণমূল নেতাকর্মী। তৃণমূলে নেতাকর্মী না থাকলে নেতা ও রাজনৈতিক দলের কোন মূল্য নেই। আওয়ামী লীগ কর্মীবান্ধব সংগঠন। আওয়ামী লীগ কর্মীদের মূল্যায়ন করে বলেই জনগন বারবার নৌকায় ভোট দেয়।’
জেহালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসানুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি খুস্তার জামিল, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, আওয়ামী লীগ নেতা মাসুদ রানা তুহিন, নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ইমিতিয়াজ বিপুল, মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন রতন, জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন, আনছার আলী মাষ্টার, ইসলাম উদ্দিন, মতিয়ার রহমান, সাধারন সম্পাদক আব্দুল হান্নান মাষ্টার, যুগ্ন সাধারন সম্পাদক ডাক্তার জাহান আলী, লাবলু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।
স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আবু তাহের, হাসেম মাহমুদ। কোরআন থেকে তেলোয়াত করেন ক্বারি নূর হাসান বেলালি।