নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা পৌর ৫নং ওয়ার্ড যুবলীগের আয়োজনে পশুহাটপাড়ায় এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘যুবলীগ হচ্ছে আ.লীগের ভ্যানগার্ড। যুবলীগের সংগঠনকে আরো মজবুত করতে সকলকে একসাথে কাজ করতে হবে। তাই সাধারণ কর্মীদের আরো মূল্যায়ন করতে হবে। কর্মীদের সাথে নিয়ে বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্য জনগণের মাঝে তুলে ধরতে হবে। দেশের উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। মনে রাখতে হবে আসন্ন নির্বাচনে যুবলীগের দায়িত্ব অনেক। এ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করে দেশের চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলকে দ্বিধাদ্বন্দ ভুলে একসাথে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাবলু, আজাদ আলী, হাফিজুর রহমান হাপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল আলিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিঠু শেখ। অনুষ্ঠানে আর বক্তব্য রাখেন যুবলীগ নেতা শেখ শাহিন, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ, শাওন রেজা কবির। উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা রামিম হোসেন সৈকত, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সামিউল শেখ সুইট, ৫নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক রনি পারভেজ, মুক্তার, সজীব (১), সুমন, বক্কর, আশা, মোনাজাত, নয়ন, লিপটন, হাসান, সজীব (২), আনেয়ার, ইমরান, পারভেজ, মাহফুজ, কাজল, বিপ্লব, আসান, জিহাদ, রিফাত প্রমুখ। অনুষ্ঠানের ২য় পর্বে প্রধান অতিথি উপস্থিত থেকে ৫নং ওয়ার্ডে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করেন তিনি।