আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় দ্রুতগামী চাউল বোঝাই ট্রাকের চাপায় পাখিভ্যান চালকের মৃত্যু হয়েছে। পাখিভ্যান চালক আলমডাঙ্গা থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার সময় আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের জগন্নাথপুর জেএস মাধ্যমিক বিদ্যালয়ের নিকট এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত পাখিভ্যান চালক কালা চাঁদ (৫৫) কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমবাড়িয়া গ্রামের মৃত আওলাদ হোসেনের ছেলে। নিহতের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। একটি ছেলে কিছুদিন আগে মালয়েশিয়া গেছে।
প্রত্যক্ষদর্শিরা জানায়, কালা চাঁদ আলমডাঙ্গা থেকে বাজার করে তার পাখিভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন। আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের জেএস মাধ্যমিক বিদ্যালয়ের নিকট পৌঁছলে একটি ট্রাকের ধাক্কায় রাস্তায় পড়ে যান কালা চাঁদ। এসময় রংপুর থেকে চাউল বোঝাই চুয়াডাঙ্গাগামী একটি ট্রাক তার শরীরের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে ভ্যান চালক কালা চাঁদ মারা যান। সততা এগ্রো ফুডের ট্রাক (চুয়াডাঙ্গা ট-১১-০৯৩০) ড্রাইভার শরিফুল ইসলামসহ ট্রাকটি এলাকাবাসি আটক করে। পরে নিহত কালা চাঁদের পরিবারের সাথে সমঝোতা করে ট্রাকটি নিয়ে যায় ট্রাক মালিক পক্ষ ।
আমবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান মিলন জানান, কালাচাঁদ গরীব মানুষ। ব্যাটারি চালিত পাখিভ্যান চালানোর পাশপাশি অল্প কিছু জমি চাষ করেন। একটি ছেলেকে অনেক কষ্ট করে কিছুদিন আগে মালয়েশিয়ায় পাঠিয়েছেন। সে আলমডাঙ্গা বাজার থেকে সার ক্রয়সহ অন্যান্য জিনিসপত্র কিনে বাড়ি ফিরছিলেন। পথের মধ্যে জগন্নাথপুর জেএস মাধ্যমিক বিদ্যালয়ের নিকট ট্রাকের চাপায় তার মৃত্যু হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, আলমডাঙ্গা কুষ্টিয়া সড়কে জেএস মাধ্যমিক বিদ্যালয়ের নিকট দ্রুতগামী একটি ট্রাকের চাপায় কালা চাঁদ নামে এক পাখি ভ্যান চালক নিহত হয়েছেন। নিহত কালা চাঁদ আলমডাঙ্গা থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। নিহতের বাড়ি কুষ্টিয়ার মিরপুর থানার আমবাড়িয়া গ্রামে। সংবাদ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় এবং স্থানীয়ভাবে আপস মীমাংসা হওয়ায় লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।