নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় অভিযোগ প্রতিকার সংক্রান্ত কর্মপরিকল্পনা, ২০২৩-২০২৪ এর আওতায় অভিযোগ প্রতিকার বিষয়ে স্টেক হোলডারগণের সমন্বয়ে সভা এবং জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের অংশগ্রহণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় জেলা তথ্য অফিসে আয়োজিত পৃথক সভা দুটি অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এবিএম শরিফুল হক, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক আনোয়ার হোসেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহকারী নাসের উদ্দীন, সাংবাদিক অ্যাড. রফিকুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি আবু বক্কর সিদ্দীক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি শোয়েব আহমেদ, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রতিনিধি আব্দুল মান্নান ও জেলা তথ্য অফিস সহকারী পারভীন সুলতানা উপস্থিত ছিলেন। সভায় জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল বলেন, তথ্য অফিস সরকারি নির্দেশনা মেনে সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারণা করে আসছে। পাশাপাশি সরকারের বিভিন্ন অফিস সমূহের সামাজিক ও সরকারি প্রচারণাও করে থাকে। এছাড়া, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের তথ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শন করে। এসব কার্যক্রম পরিচালনায় যেসকল অংশীজন সহযোগিতা করেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ওই সকল অংশীজনদের তথ্য অফিসের পক্ষ থেকেও সহযোগিতা করা হয়ে থাকে। এই পারষ্পারিক সহযোগিতার মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম প্রচারণায় দেশ ও জনগণ এগিয়ে যাবে। অনাকাক্সিক্ষত মৃত্যুর ঘটনা এড়াতে। সকলকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। পরামর্শ দেন নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকার দরকার বলে জানান।