নিজস্ব প্রতিবেদক:
‘বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী হয়ে এমপি হলে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গাকে স্মার্ট করে গড়ে তুলবেন। তাই স্মার্ট চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা গড়তে দিলীপ কুমারের বিকল্প নেই। আমাদের সকলকে আ.লীগ সরকারের উন্নয়ন অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার পক্ষে কাজ করতে হবে।’ গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা উপজেলার ডাউকী ইউনিয়নে দুপুর থেকে রাত পর্যন্ত গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন আওয়ামী লীগ ও এর অংগসংগঠনের নেতৃবৃন্দ।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পদ্মবিলা ইউপির সাবেক চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ায়েচ কুরুনি টিটু, সাবেক ছাত্রলীগ নেতা পবিত্র কুমার আগরওয়ালা। এছাড়াও ডাউকী ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি মোনায়েম সরকার, সাবেক সেক্রেটারি আনিসুর রহমান, ৬নং ইউপি সদস্য সাঈদ হাসান, ৫নং ওয়ার্ড আ.লীগের সভাপতি জাহিদ হাসান জেকের, ৮নং ওয়ার্ড আ.লীগের সভাপতি কালু মিয়া, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি এমদাদুল হক, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রাজু আহম্মেদ, ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক বায়তুল হোসেন। আরও উপস্থিত ছিলেন বেলগাছী ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, বেলগাছি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক।