নিজস্ব প্রতিবেদক:
মাগুরায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত ন্যাশনাল চ্যাম্পিয়নশীপ-২০২৩ অনুর্দ্ধ-১২ প্রমিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে মাগুরার কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে চুয়াডাঙ্গা বনাম সাতক্ষীরা জেলা প্রমিলা ফুটবল দলের মধ্যে টুর্নামেন্টের ২য় খেলা অনুষ্ঠিত হয়। খেলার শুরু থেকেই চমক দেখাতে থাকে চুয়াডাঙ্গার মেয়েরা। যাদুকরী ফুটবল নৈপুণ্য দেখিয়ে একে একে ৬-০ গোলের বিশাল ব্যবধানে সাতক্ষীরাকে পরাজিত করে চুয়াডাঙ্গা জেলা প্রমিলা ফুটবল একাদশ। চুয়াডাঙ্গা জেলা টিমের স্ট্রাইকার সাদিয়া ৩ গোল করে হ্যাট্টিক পূর্ণ করে। অপর স্ট্রাইকার আইভি ২ গোল এবং বুলবুলি ১ গোল করে জয় নিশ্চিত করে। চুয়াডাঙ্গা জেলা প্রমীলা টিমের কোচের দায়িত্বে ছিলেন বর্ষীয়ান কোচ সরোয়ার হোসেন মধু ওস্তাদ। সহকারী কোচ ছিলেন শফিকুল ইসলাম মালেক। টিম ম্যানেজার ছিলেন খোন্দকার জিহাদ-ই-জুলফিকার টুটুল। এর আগে বিকেল ৩ টার দিকে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল হাসান তুহিন, মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাড. জিললুর রহমান লাজুক, চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এখলাছ উদ্দীন সুজনসহ সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। এদিকে চুয়াডাঙ্গা জেলা টিমের এই সাফল্যে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সকল কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। শুভেচ্ছা জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও জেলা রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল আকরাম। খেলার মধ্যাহ্ন বিরতিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের পক্ষে মাগুরা জেলা প্রশাসককে সম্মাননা স্মারক উপহার দেন চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এখলাছ উদ্দীন সুজন। খেলা শেষে ডিএফএ সভাপতি এখলাছ উদ্দীন সুজন বিজয়ী টিমের সদস্যদেরকে আর্থিকভাবে পুরস্কৃত করেন ও ধন্যবাদ জানান।