প্রিন্স সারাফাত:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে টানা ৭ দিনে ৪টি মোবাইলফোন, নগদ ১৫হাজার টাকা ও একটি স্বর্ণের কানের দুল চুরির ঘটনা ঘটেছে। হঠাৎ করেই আবারও এমন চুরির ঘটনায় ভীত রোগী-স্বজনরা।
জানা গেছে, গত ২২ মে দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নতুন ভবনের ২য় তলা থেকে তাবাচ্ছুম নামে এক রোগীর ২টি স্মার্ট ফোন হারিয়ে যায়। এরপর গত ২৫ মে একই স্থান থেকে আফরিন নামে রোগীর কাছ থেকে একটি বাটন মোবাইলসহ ৩ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। এছাড়া গত ২৬ মে আরেক রোগী জামালের কাছে থেকে একটি স্মার্ট ফোনসহ নগদ ১০ হাজার টাকা চুরি গেছে।
সবশেষ গতকাল শনিবার (২৭ মে) সকাল ১০টার দিকে হাসপাতালের পুরাতন ভবনের ২য় তলা থেকে নগদ ২ হাজার টাকাসহ একটি স্বর্ণের কানের দুল হারিয়ে গেছে। চুয়াডাঙ্গা শহরের দৌলতদিয়াড় এলাকার পারভীন বহিঃবির্ভাগে ডাক্তার দেখানে যায়। এসময় তার কাছ থেকে একটি কানের দুল ও ২ হাজার টাকা হারিয়ে যায়।
ভুক্তভোগীরা তাদের অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেছেন, ডাক্তার দেখানোর সময় লাইনে দাঁড়িয়ে হুড়োহুড়ির মধ্যে চুরির ঘটনা ঘটে। বেশীরভাগ ঘটনা ঘটেছে হাসপাতালের নতুন ভবনের ২য় তলা ও পুরাতন ভবনের ২য় তলা থেকে। এদিকে, চুরির ঘটনায় পুলিশের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন রোগী-স্বজনরা। অপরদিকে এ ঘটনা অপারগতা স্বীকার করছে হাসপাতাল কর্তৃপক্ষ।