নিজস্ব প্রতিবেদক:
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দামুড়হুদার নতিপোতায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে ২ নং নতিপোতা ইউনিয়ন বিটের আয়োজনে নতিপোতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলী। বিশেষ অতিথি ছিলেন ২ নং নতিপোতা বিটের বিট অফিসার উপ-পরিদর্শক সাহাবুল আলম।
আরটিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি জহির রায়হান সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভগিরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজুল ইসলাম, নতিপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, নতিপোতা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান, ৩ নং ওয়ার্ডের সদস্য আখতার শেখ, ৪ নং ওয়ার্ডের সদস্য মতিয়ার রহমান, ৫ নং ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম, ৬ নং ওয়ার্ডের সদস্য পিজির উদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য কাকুলি খাতুনসহ শিক্ষকমন্ডলী, রাজনীবিদ ও সুশীল সমাজের লোকজন। এলাকার আইনশৃঙ্খলার নানা বিষয় তুলে ধরেন সুশীল সমাজের প্রতিনিধি মাসুদ রানাসহ অন্যরা।
অনুষ্ঠানে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বাল্য বিয়ে একটি সামাজিক ব্যাধি। এ বিষয়ে আমাদের সচেতন হতে হবে। এলাকায় বাল্য বিয়ে হলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করুন। মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে পুলিশ। মাদকের বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। সম্প্রতি এলাকার আত্মহত্যার প্রবণতা বেড়েছে। আত্মহত্যা কোন সমাধান নয়। তাই আপনার সন্তান বা ভাই-বোনদের সচেতন করুন। আত্মহত্যাকারীর মরদেহ ময়না তদন্ত ছাড়া দাফন হবে না।
তিনি আরও বলেন, এখন অপ্রাপ্ত বয়স্ক কিশোর-কিশোরীরা অনলাইন গেমে আসক্ত হচ্ছে। সাইবার ক্রাইমে জড়িয়ে পড়ছে। তাদের হাতে স্মার্টফোন দেয়া বন্ধ করতে হবে। সচেতন করতে হবে। এখন জিডি বা অভিযোগ করতে থানায় যেতে হয় না। স্থানীয় বিট অফিসারের সাথে যোগাযোগ করুন। স্থানীয় বিট অফিসার, প্রয়োজনে থানার অফিসার ইনচার্জ বা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিয়ে তথ্য দিন। সর্বপরি পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব।