নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলা কিশোর-কিশোরীদের নিয়ে সমন্বয় সভা ও সদর উপজেলা কিশোর-কিশোরী ক্লাব কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা ওয়েভ ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সমন্বয় সভার শুরুতে সমাজের বিভিন্ন কর্মকান্ড ও কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। এসময় সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারি কামরুজ্জামান যুদ্ধ, প্রোগ্রাম অফিসার কানিজ সুলতানা, দৈনিক আকাশ খবরের নিজস্ব প্রতিবেদক ও লোকমোর্চার সদস্য শেখ লিটন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলার সকল ইউনিউনের কিশোর-কিশোরী ক্লাবের পরিচালকগণ ।
সমন্বয় সভার শেষ পর্বে সদর উপজেলার সকল ইউনিউনের কিশোর-কিশোরী ক্লাবের পরিচালকদের নিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা কিশোর-কিশোরী ক্লাবের কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি করা হয় আল মুতাকাব্বির সাকিব, সহ-সভাপতি আফসানা ও পান্না, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ আকাশ, সহ-সাধারণ সম্পাদক হাসান আলি, স্মৃতি খাতুন, সাংগাঠনিক সম্পাদক শাফিকুর রহমান, সহ-সাংগাঠনিক সম্পাদক সালাম, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক রায়হান উদ্দিন, দপ্তর সম্পাদক মিনারুল ইসলাম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ইকলাসুর রহমান, সামাজিক সচেতনতা সম্পাদক, তানিয়া খাতুন, কোষাধ্যক্ষ সাক্ষর রহমান ও তথ্য ও প্রযুক্তি সম্পাদক উম্মে মাইমুনা।