নিজস্ব প্রতিবেদক:
‘আধুনিক শিক্ষা ব্যবস্থায় গড়বো দেশ, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় ছাত্র, শিক্ষক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে ভিক্টোরিয়া জুবিলি (ভি.জে) সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের অঙ্গীকার অনুযায়ী স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য স্মার্ট নাগরিকদের সুস্থ-সবল ও সুন্দর মনের অধিকারী হতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি সৃজনশীল, মানবিক ও যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সরকার নতুন শিক্ষা পাঠ্যক্রম চালু করেছে। আমরা পড়ে পড়ে ও সহযোগিতার মধ্য দিয়ে শিখবো। বিজ্ঞান প্রযুক্তি শিখে চতুর্থ শিল্প বিপ্লবের এ সময়ে নিজেদের দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলবো। আমাদের এগিয়ে নিতে শিক্ষকরা পথ দেখাবেন ও সহযোগিতা করবেন। শিক্ষার্থীদের পড়ার বই ছাড়াও অন্যান্য বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি মা ও বাবাকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ প্রমুখ।