নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে পুরষ্কার ও অনুদান প্রদানের নীতিমালা বিষয়ে অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস (পিবিজি এসআই) স্কীমের আওতায় চুয়াডাঙ্গা সদর উপজেলার সকল মাধ্যমিক, স্কুল-কলেজ, মাদ্রাসা, ভোকেশনাল ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সহকারি প্রধানগণ এবং শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা কমিটির সভাপতি গণকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে জেলা শিক্ষা অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ভিক্টরী জুবলী বলী হাই স্কুলের প্রধান শিক্ষক বেলাল হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা ও দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন।
অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া বলেন, সেকেন্ডারি এডুকেশন ডেভেলোপমেন্ট প্রোগ্রাম (এসই ডিপি) মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে নতুন শিক্ষা কারিকুলাম ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই স্কিমের আওতায় শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে ছয় ধরনের পুরষ্কার ও অনুদান প্রদানের পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়ন হলে গুণগত পড়ালেখার পরিবেশ সৃষ্টি করে প্রতিষ্ঠান পর্যায়ে একে অপরকে প্রতিযোগিতার মাধ্যমে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা থাকবে। যা দেশের শিক্ষা ব্যবস্থায় আধুনিক ও যুগোপযোগী শিক্ষা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা হবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ।
৩.