দামুড়হুদা অফিস:
দামুড়হুদার হাতিভাঙ্গায় সাধুসংঘ ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে হাতিভাঙ্গার বাউল শিল্পি মহসীন ফকিরের বাড়িতে দরবেশ আহমদ শাহর গুরুকার্য উপলক্ষে সাধুসংঘ ও মিলন মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহফুজর রহমান মনজু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের সমাজে এক শ্রেণির মানুষ আছে যারাঁ ধর্মের কথা বলে ধর্মের নামে সাধারণ জনগণকে ধোঁকা দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করে থাকে। তারা প্রকৃত ধর্মে বিশ্বাস করে না। তারা ধর্ম ব্যবসায়ী। তারা এদেশের হাজার বছরের ঐতিহ্যকে ধ্বংস করতে বিভিন্ন সময় অপতৎপরতা চালিয়ে আসছে। তাদের থেকে সাবধান থাকতে হবে। সব ধর্মের মানুষকে সম্মান করতে হবে, ও মানবতাকে সবার আগে গুরুত্ব দিতে হবে। তাহলেই আমাদের বাঙালির ঐতিহ্য ও কৃষ্টি-কালচার পূর্নতা পাবে।
আওয়ামী লীগ নেতা আজিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, সাধুগুরু তৌহিদ মাষ্টার, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম মেম্বার, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক এস এম মহসীন আলী, যুবলীগ নেতা হাসান মেম্বার, উপজেলা ছাত্রলীগ নেতা শেখ হাফিজুর শামসের, চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ হাতেম আলী, সাবেক ছাত্রলীগ নেতা খালিদ হাসান, রাজু আহম্মেদ সন্জু, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ ছাত্র লীগের আহবায়ক শাহীন মোল্লা, যুগ্ম আহবায়ক এম করিম, ছাত্রলীগ নেতা জনি, হৃদয় হাসান প্রমূখ।
শেষে বাউল হৃদয় দেওয়ান, আলামিন দেওয়ান ও সানজিদা খাতুন বাউল গান পরিবেশন করেন। সঞ্চালনায় ছিলেন ফরহাদ হোসেন।