জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জীবননগর চ্যাংখালী রোড এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযান সূত্রে জানা যায়, জীবননগর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত অভিযানে মুদি দোকান, হোটেল, কনফেকশনারি, কসমেটিকস, তেল-গ্যাস, সার-কিটনাশকসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় মেসার্স গফুর স্টোর নামক প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মুল্য তালিকা পরিদর্শন না করা ও নিম্নমানের খাবার স্যালাইন বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আব্দুল গফুরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা, সোনার বাংলা হোটেল এর মালিক শাকিল আহম্মেদকে অস্বাস্থ্যকর ভাবে খাবার বিক্রয়ের অপরাধে ২ হাজার টাকা ও মেসার্স কনা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানে মালিক কাউছার হোসেনকে পণ্যের মুল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ ও বিক্রির অপরাধে ৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং সবাইকে সতর্ক করে দেয়া হয়। এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিমের সহযোগিতায় করেন।