নিজস্ব প্রতিবেদক:
‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় ভূমি সেবা সপ্তাহ ২০২৩ শুরু হয়েছে। গতকাল সোমবার (২২ মে) সকাল ১০টায় ডিসি সাহিত্য মঞ্চ প্রাঙ্গণে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন আয়োজিত সেবা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। ২২ মে থেকে ২৮ মে সপ্তাহব্যাপী চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে আয়োজিত এসব স্টলে এসে ভূমি সংক্রান্ত যেকোনো তথ্য-পরামর্শ এবং সেবা নিতে পারবেন সেবা প্রত্যাশীরা।
ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিসি সাহিত্য মঞ্চে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া, চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম, চুয়াডাঙ্গা কালেক্টরেটের নেজারত ডেপুটি কালেক্টর সাদাত হোসেন প্রমুখ।
এসময় প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং আগত সেবা প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন।
এসময় অতিথিরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করা স্মার্ট ভূমি সেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমি সেবা বিষয়ে সবাইকে সঠিকভাবে অবগত করা ও ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারের সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই এ বছরের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য। বর্তমান পরিস্থিতিতে জনসাধারন ভূমি বিষয়ে সবচেয়ে বেশি সমস্যায় ভূগছেন। শতকরা ৬০ শতাংশ মামলা এই ভূমিকে কেন্দ্র করে। এ ধরনের জটিল সমস্যাগুলো সমাধান করার লক্ষ্যে এই ভূমি সেবা সপ্তাহ। জমি নিয়ে জোর-জবরদখলের বিরুদ্ধে “জমি যার ভূমি তার” এই আইন প্রণয়ন করা হয়েছে। জমির কাগজ নিয়ে জটিলতার কারনে এখন অনলাইনে কর সেবা, ই-নামজারিসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে এবং। ভূমি সেবা সপ্তাহের এই সময়কালে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়, রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন গ্রহণসহ ভূমি সংক্রান্ত সরকারের বিভিন্ন সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জীবননগর অফিস জানিয়েছে: ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্য জীবননগরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা ভূমি অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্রের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা প্রমুখ। এ সময় উপজেলার গণমাধ্যমকর্মী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২শে মে হতে ২৮ মে এ সপ্তাহে ভূমি সপ্তাহ ঘোষণা করেছে। তারই ধারাবাহিকতায় ভূমির সকল কার্যক্রম সকাল ১০হতে বিকাল ৪টা পর্যন্ত ভূমির সকল সেবা প্রদান করা হবে।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে: “স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রনালয়” এ শ্লোগানকে সামনে রেখে আলমডাঙ্গা উপজেলায় ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়েছে। ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ চলেবে। ২২মে ভূমি সেবা সপ্তাহ-২০২৩“র উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন পারভেজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, এসআই আমিনুর রহমান। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন ভূমি সহকারি রেজাউল ইসলাম, খাইরুল ইসলাম, ঈসা খান, মতিয়ার রহমান মোল্লা, নাজির ইসমোত তোহা, মিউটেশন সার্টিফিকেট সহকারি তানভীর আজিজ, ক্রেডিট চেকিং সোহেল রানা, সার্টিফিকেট সহকারি শাহাদত হোসেন, কম্পিউটার অপারেটর সজিবুর রহমান, প্রসেস সার্ভার কাজী রোকন উদিন, স্টাফ ফারুক, ফাহিম, সেলিম প্রমুখ। আলোচনা সভায় ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে ডিজিটাল পদ্ধতিতে ভূমির বিভিন্ন সেবা বিষয়ে ব্রিফ করা হয়। যেমন ভূমি উন্নয়ন কর, খতিয়ান পর্চা, অনলাইন শুনানী, জল মহালের আবেদন, ভূমি সংক্রান্ত অভিযোগ জানতে, ই-নামজারি, জমির ম্যাপ, ভূমি বিষয়ক পরামর্শ অনলাইনে পাওয়া যাবে। আলোচনা সভা শেষে অনলাইনে নামজারির আবেদনকারীদের মাঝে নামজারির ডিসিআর প্রদান করা হয়।