আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন রুশ বাহিনীর হাতে পূর্বাঞ্চলের বাখমুত শহরের পতন হয়েছে।
রোববার (২১ মে) তাকে জাপানের জি-৭ সম্মেলনে প্রশ্ন করা হয় ইউক্রেনের সেনাদের হাতে কি বাখমুতের নিয়ন্ত্রণ আছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমি মনে করি নেই।’
জেলেনস্কি জানিয়েছেন রুশ বাহিনী বাখমুতকে পুরোপুরি একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। এদিকে এর আগে গতকাল শনিবার রাশিয়ার ভাড়াটে সেনবাহিনী ওয়াগনার গ্রপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন জানান, তারা সেনারা দোনেৎস্কের বাখমুত শহর পুরোপুরি দখল করেছে— যদিও ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এটি অস্বীকার করা হয়।
পশ্চিমা যুদ্ধ বিশ্লেষকরা বলেছেন, চলমান যুদ্ধে বাখমুতের কৌশলগত কোনো মূল্য নেই। তবুও রাশিয়ার সেনারা এ শহরে তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে। কারণ তারা একটি ‘প্রতীকী’ জয় চেয়েছিল।
ইউক্রেনে গত বছরের ২৪ ফেব্রুয়ারি হামলা করার পর গত ৭-৮ মাসে দেশটিতে বড় কোনো সামরিক সাফল্য পায়নি রাশিয়া। এ কারণে সাধারণ মানুষকে দেখানোর জন্য তাদের একটি জয়ের প্রয়োজন ছিল। বিশ্লেষকরা দাবি করেছেন, যা এই বাখমুতের মাধ্যমেই অর্জন করেছে করেছে রুশ বাহিনী।
পশ্চিমা কর্মকর্তারা আরও জানিয়েছেন, বাখমুতের লড়াইয়ে রাশিয়ার ২০ থেকে ৩০ হাজার সেনা আহত বা নিহত হয়েছেন। অপরদিকে রুশ বাহিনীকে আটকাতে গিয়ে ইউক্রেনের সেনারও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সূত্র: বিবিসি