নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় বিএনপির ২১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত চুয়াডাঙ্গা সদর থানা ও আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। গতকাল শনিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
আলমডাঙ্গা থানায় গ্রেফতারকৃত ১৭ আসামী হলেন, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক কলেজপাড়ার মৃত মহর বিশ্বাসের ছেলে জিল্লুর রহমান ওল্টু (৫৬), উপজেলা যুবদলের সদস্য সচিব আসাননগর গ্রামের শহর আলীর ছেলে রফিকুল ইসলাম (৪২), বিএনপি ও সহযোগি সংগঠনের কর্মি নওদাবন্ডবিল গ্রামের ইসমাইল হোসেনের ছেলে উজ্জ্বল হোসেন (৩৫), একই গ্রামের মোস্তবার আলীর ছেলে আব্দুল আলিম (৩৬), রমজান আলীর ছেলে হাবিবুর রহমান রাজু (৩০), পৌর সদরের কলেজপাড়ার মৃত ছানোয়ার হোসেনের ছেলে মোখলেস রহমান মিলন (৪৫), খাসকররা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সাফায়েত হোসেন (৩৭), পৌরসভার মিয়াপাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে ইফতেখারুল ইসলাম (২৯), শফিকুল আজম ডালিম (৩৭), কয়রাডাঙ্গা গ্রামের খাইরুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম (৩৬), ঘোষবিলা গ্রামের মৃত খাইরুল ইসলামের ছেলে বেনজির আহমেদ স্বপন (৪৫), হারদী গ্রামের মৃত এছেম আলীর ছেলে নাসির উদ্দিন (৪৫), তিয়রবিলা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ওবায়দুর রহমান বেল্টু (৩৩), বলেশ্বরপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে সাইফুর রহমান (৪৪), টাকপাড়া গ্রামের মৃত ইছাহক আলীর ছেলে ইকতার (৪৫), ভোগাইল বগাদি গ্রামের মৃত শুকুর আলীর ছেলে দেলোয়ার হোসেন ঝন্টু (৪৩), নান্দবার গ্রামের মৃত ফরিদ মন্ডলের ছেলে আমিনুল ইসলাম (৫৭)। গ্রেপ্তারকৃতরা সবাই বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৪ ডিসেম্বর আলমডাঙ্গার আসাননগর গ্রামে নাশকতার অভিযোগে থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বাদি হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামীদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। নাশকতা সংশ্লিষ্ট মামলায় গতকাল শনিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেন দেন।
সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত এই মামলায় ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুর ইসলাম। আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে। রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে ১৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করে।
অপরদিকে, সদর থানায় গ্রেপ্তারকৃত ৪ আসামী হলেন, যুবদলের সহ-সাধারণ সম্পাদক জাইদুল ইসলাম (৩০), মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটন (৪৫), মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ লাল্টু (৪০) ও যুবদল নেতা আব্দুর রশিদ (৩৫)।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমান জানান, শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধেও নাশকতার মামলা ছিল।