নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদা উপজেলার চিৎলা কদমতলায় প্রশাসনের নির্দেশ অমান্য করে সরকারী ৮১ শতক জমি জবরদখল ও রাতারাতি ঘর নির্মাণের অভিযোগ উঠেছে চিৎলা গ্রামের ঝন্টুর ও তার সহকারীদের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার চিৎলা কদম তলা নামক স্থানে দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের পাশে সরকারী ৮১ শতক আবাদি জমি দীর্ঘ দিন ধরে একই গ্রামের মৃত ফনি শেখের ছেলে আমির শেখ চাষাবাদ করে আসছিলেন। কিন্তু একই গ্রামের মৃত ইলাম বিশ্বাসের ছেলে বেপরোয়া সঙ্গবদ্ধ ভূমিধস্যু ঝন্টু গং উক্ত জমির একটি ভুয়া (জাল) দলিল নিয়ে এসে গ্রামবাসীদের দেখিয়ে নিজেদের বলে দাবী করে জোরপূর্বক দখল করে রাতারাতি বাড়ি-ঘর নির্মাণ শুরু করলে ভুক্তভোগীদের পক্ষে থানায় একটি অভিযোগ দাখিল করা হয়। তখনই উক্ত ৮১ শতক জমির বিষয়টি দামুড়হুদা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষিত হয়। সঙ্গে সঙ্গে দামুড়হুদা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উক্ত জমিতে সকল ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হলেও ঝন্টুরা প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আধারে চালিয়ে যাচ্ছে নির্মাণ কাজ। চলছে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা।
এ বিষয়ে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সজল কুমার দাস বলেন, ‘ওই জমিতে সকল ধরনের নির্মাণ কাজ বন্ধের জন্য নির্দেশনা দেয়া আছে। তারা নির্দেশ অমান্য করে নির্মাণ কাজ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’