নাটুদহ প্রতিবেদক:
দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামে বৈদ্যুতিক তার ছিঁড়ে সারের গোডাউনে উপর পড়ে কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে। শুক্রবার রাত ৩টার দিকে এঘটনা ঘটে। জানা গেছে, গতকাল শুক্রবার আনুমানিক রাত ৩টার দিকে নাটুদহ ইউনিয়নের চারুলিয়া গ্রামের মৃত নজরুল মাষ্টারের ছেলে শওকত উসমানের সারের গোডাউনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে সেখানে আগুন লেগে প্রায় কোটি টাকার বিভিন্ন ধরনের সার, বীজ ও বিষ পুড়ে ছাই হয়ে গেছে। এতে উসমানের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন শওকত ওসমান।
শওকত উসমান জানান, প্রতিদিনের মতো সকালে আমার সার কীটনাশকের দোকানটা খুলি এবং যথা সময়ে দোকান বন্ধ করি। ২০ বছর ব্যবসার জীবনে কোনদিন এমন কঠিন বিপদের সম্মুখীন হতে হয়নি। কিন্তু গতরাতে কিভাবে যে বৈদ্যুতিক তার ছিঁড়ে সারের গোডাউনে পড়লে মূহুর্তের মধ্যে আগুনে পুড়ে যাই সব কিছু। সবকিছু হারিয়ে এখন আমি নিঃস্ব।
ইউপি সদস্য মনিরুজ্জামান মনি জানান, ফজরের নামাজ আদায়ের পর হঠাৎ গ্রামবাসীর চিৎকার শুনে ছুটে এসে দেখি সারের দোকানে দাও দাও করে আগুন জ্বলছে। স্থানীয়রা তাড়াতাড়ি পানি দিয়ে ১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানের মধ্যে থাকা বিভিন্ন প্রকার জৈব সার, কীটনাশক বিষ, ফসলী বীজ ও নগদ ৩৫ হাজার টাকা সহ দোকানের সমস্ত হিসাব-নিকাশের খাতাপত্র পুড়ে যায়।